জোর করে ছিনিয়ে নেওয়া একটি দেশ। যেন মধ্যযুগীয় বর্বরতা। তেলের স্বার্থে বা নিজেদের শক্তি দেখাতে ভেনেজুয়েলার উপর এই আগ্রাসন জারি রেখেছে আমেরিকা, তা নিয়ে আলোচনার মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড়। সমালোচনায় সরব রাষ্ট্রসঙ্ঘ (United Nations)। এবার ভেনেজুয়েলার (Venezuela) নাগরিকদের স্বাধীনতার অধিকার নিয়ে আশঙ্কা প্রকাশ পোপ লিও-র (Pope Leo XIV)। প্রয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরুদের হস্তক্ষেপের ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভেনেজুয়েলার উপর ক্ষমতা প্রয়োগের সমালোচনা করেছে রাষ্ট্রসঙ্ঘ (United Nations)। স্পষ্ট জানানো হয়েছিল, ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তা আন্তর্জাতিক যুদ্ধ আইনের পরিপন্থী। সেই সঙ্গে ভেনেজুয়েলায় শান্তি ও আইনের শাসনের প্রতিষ্ঠার দাবি করা হয়েছে।

.@antonioguterres deeply alarmed by escalation in Venezuela, culminating with US military action today.
He’s concerned that international law hasn’t been respected.
He calls on all actors in Venezuela to engage in inclusive dialogue, in respect of human rights & rule of law.
— United Nations (@UN) January 3, 2026
এক ধাপ এগিয়ে ভেনেজুয়েলার বাসিন্দাদের অশুভ চিন্তায় আশঙ্কা প্রকাশ পোপ লিও-র। তিনি জানান, ভেনেজুয়েলায় (Venezuela) সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে তা উদ্বেগের। ভেনেজুয়েলার মানুষের (people of Venezuela) ভালো হওয়ার চিন্তাই সবার অগ্রাধিকার হওয়া উচিত। শান্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যেন ভেনেজুয়েলার মানুষ বিচার ও শান্তি পান। খ্রিস্টান সম্প্রদায়ের তিন শীর্ষ ধর্মগুরুর জন্যও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন পোপ লিও।
It is with deep concern that I am following the developments in Venezuela. The good of the beloved Venezuelan people must prevail over every other consideration. This must lead to the overcoming of violence, and to the pursuit of paths of justice and peace. I pray for all this,…
— Pope Leo XIV (@Pontifex) January 4, 2026
আরও পড়ুন : যুদ্ধবাজ চরিত্রে শুধু ট্রাম্পের লাভ: প্রতিবাদে শতাধিক শহরে পথে মার্কিন নাগরিকরা

ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও রাষ্ট্রপতি মাদুরোর অপহরণের পরে প্রথম রাশিয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছিল। এবার সরব হয়েছে চিনও (China)। চিনের বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে ভেনেজুয়েলায় আধিপত্য প্রকাশ করেছে আমেরিকা তা আন্তর্জাতিক যুদ্ধ আইনের বিরোধী। সেইসঙ্গে এর ফলে সমগ্র লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এলাকায় শান্তির উপর এটা একটা বড় হুমকি। চিন এই আগ্রাসনের বিরোধিতা করছে।

–

–

–



