লক্ষ্য বিধানসভা নির্বাচন। বাংলার উত্তর থেকে দক্ষিণ চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ এই কর্মসূচিকে সামনে রেখে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন। বেঁধে দিচ্ছেন আসনের টার্গেট। বুধবার, ইটাহারের রোড শো-এ থেকে দুই দিনাজপুরের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রোড শো-এ রেকর্ড সমাবেশ দেখে অভিষেকের বলেন, ”এটা তো শুধুই ট্রেলার, আগামী দিনে ওদের সিনেমা দেখাতে হবে।”

এদিন, প্রচারের জন্য নির্দিষ্ট গাড়ি নয়, নিজের গাড়ির ছাদে উঠে জনসংযোগ সারেন অভিষেক। সেখান থেকে রাস্তায় দাঁড়ানো কর্মী-সমর্থকদের গোলাপের পাপড়ি ছুড়ে দেন। রাস্তার দু’ধারে দাঁড়ানো মানুষের উদ্দেশে হাত নাড়েন। আর সেই রোড শো থেকেই ২৬-এ চতুর্থবার তৃণমূলের সরকার গড়ার ডাক দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

রোড শো শেষে বক্তব্য থেকে এদিন ফের নির্বাচন কমিশন ও বিজেপিকে একতিরে নিশানা করেন অভিষেক। ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা নিয়ে সুর চড়ান তিনি। বলেন, ”বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হয়েছে। বাংলা থেকে অসুরদের তাড়াতে একজোট হয়ে লড়াই করতে হবে।” 
এদিন অভিষেককে দেখতে ইটাহারের রাস্তায় জনসমুদ্র দেখে যায়। তা দেখে অভিষেক বলেন, ”এটা তো শুধুই ট্রেলার, আগামিদিনে ওদের সিনেমা দেখাতে হবে।” আগামী নির্বাচনে ইটাহার থেকেই সবথেকে বেশি লিড পাওয়া যাবে বলে আশাবাদী তৃণমূলের সেনাপতি। ইটাহারে দাঁড়িয়ে আসন জয়ের টার্গেটও ফিক্সড করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ”উত্তর দিনাজপুরে ৯টা এবং দক্ষিণ দিনাজপুরের ৬টা আসন। অর্থাৎ দুই দিনাজপুর মিলে ১৫-০ করতে হবে।”

–

–

–

–

–

–


