শিক্ষকদের দিয়ে এবার পথকুকুর গোনাবে বিহার সরকার (BJP ruled govt.)! তাহলে কি এবার ক্লাসরুমে পড়াতে যাবেন পুরকর্মীরা? এবার এই প্রশ্নই উঠছে বিহার সরকারের জারি করা নয়া ফতুয়া ঘিরে। বিজেপি শাসিত বিহারে শিক্ষাব্যবস্থার বেহাল দশা নতুন নয়। এর মধ্যেই এবার শিক্ষকদের উপর আরও এক অদ্ভুত দায়িত্ব চাপানো হল। রোহটাস জেলার সাসারাম পুরসভা সম্প্রতি নির্দেশিকা জারি করে জানিয়েছে, পৌর এলাকার প্রতিটি স্কুল থেকে একজন শিক্ষককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করে পথকুকুরের তথ্য সংগ্রহ করতে হবে।

পুরসভার নির্দেশিকা অনুযায়ী, স্কুল চত্বর ও আশপাশের এলাকায় থাকা পথকুকুরদের সংখ্যা, অবস্থা এবং নিয়ন্ত্রণের সম্ভাব্য ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তৈরি করে নির্দিষ্ট দফতরে জমা দিতে হবে। পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে আশ্রয়কেন্দ্র গড়ার পরিকল্পনাও করা হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: ৯টি মামলা! বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মার, কর্নাটক পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইতিমধ্যেই জনগণনা, বিএলও-র দায়িত্ব, জাতি সমীক্ষার মতো নানা প্রশাসনিক কাজে জর্জরিত বিহারের শিক্ষকরা এই নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, শিক্ষকতার সঙ্গে এসব কাজের কোনও সম্পর্ক নেই। একের পর এক অতিরিক্ত দায়িত্ব চাপানোয় পড়াশোনার ক্ষতি হচ্ছে। বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, বিজেপি-শাসিত রাজ্যে এইভাবে শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত রেখে আদৌ কি শিক্ষাব্যবস্থার উন্নতি সম্ভব?
–

–

–

–

–

–

–


