রাজ্য সভাপতি নাম ঘোষণার প্রায় ৬মাস পরে নতুন রাজ্য কমিটি ঘোষণা বল বঙ্গ বিজেপি (BJP)। নতুনদের পাশাপাশি কয়েকজন পুরনো নেতাকে কমিটিতে (Committee) ঠাঁই দিয়ে ব্যালেন্সের চেষ্ঠা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)। সামনের বিধানসভা নির্বাচনকে (Assembly Election) পাখির চোখ করে ঘুঁটি সাজানোর চেষ্টা গেরুয়া শিবিরের। কিন্তু সায়ন্তন বসু বা রীতেশ তিওয়ারির মতো পুরনো দিনের সৈনিককে কমিটিতে স্থান দেননি শমীক। এদিকে, বেশিরভাগ বিধায়ককে সম্পাদকের দায়িত্ব থেকে সরানো হলেও রাখা হয়েছে শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ শঙ্কর ঘোষকে।

দীর্ঘ টালবাহানার নতুন রাজ্য কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি (BJP) শিবির। রাজ্য কমিটির পাশাপাশি সাতটি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। ১২ জনকে সহ-সভাপতির তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। জায়গা পেয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা। একসময়ে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত অগ্নিমিত্রা এখন শুভেন্দু শিবিরের লোক। দলে দীর্ঘদিন ব্রাত্য বলে অভিযোগ তোলা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) রয়েছেন কমিটিতে। তবে, সায়ন্তন বসু বা রীতেশ তিওয়ারির মতো সক্রিয় নেতাদের স্থান হয়নি কমিটিতে।
আরও খবর: ওয়াকফ সংঘাত! দেশের রাজধানীতে বুলডোজার নীতিতে ধুন্ধুমার, আহত পুলিশ, গ্রেফতারি জারি

সাধারণ সম্পাদক পদে পুরনো কমিটি থেকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও লকেট চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে। নতুন ঢুকেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী ও ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দেওয়া শশী অগ্নিহোত্রী। পুরনো কমিটির সম্পাদক পদে থাকা ৬ বিধায়কের মধ্যে নতুন কমিটিতে ঠাঁই হয়েছে একমাত্র শুভেন্দু-ঘনিষ্ঠ শঙ্কর ঘোষের।
বিধানসভা নির্বাচনের আগে আদি-নব্য মিলিয়ে কমিটি গড়ার প্রচেষ্টা নয়া রাজ্য সভাপতি শমীকের। তবে, এর পরেও গোষ্ঠীদ্বন্দ্ব পদ্মশিবিরকে কতটা ভোগায় সেটাই দেখার।

–

–

–

–

–

–


