Friday, January 30, 2026

আদি-নব্য মিলিয়ে বিজেপি নয়া রাজ্য কমিটি শমীকের, গোষ্ঠীদ্বন্দ্ব মিটবে কি-প্রশ্ন সবমহলের

Date:

Share post:

রাজ্য সভাপতি নাম ঘোষণার প্রায় ৬মাস পরে নতুন রাজ্য কমিটি ঘোষণা বল বঙ্গ বিজেপি (BJP)। নতুনদের পাশাপাশি কয়েকজন পুরনো নেতাকে কমিটিতে (Committee) ঠাঁই দিয়ে ব্যালেন্সের চেষ্ঠা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)। সামনের বিধানসভা নির্বাচনকে (Assembly Election) পাখির চোখ করে ঘুঁটি সাজানোর চেষ্টা গেরুয়া শিবিরের। কিন্তু সায়ন্তন বসু বা রীতেশ তিওয়ারির মতো পুরনো দিনের সৈনিককে কমিটিতে স্থান দেননি শমীক। এদিকে, বেশিরভাগ বিধায়ককে সম্পাদকের দায়িত্ব থেকে সরানো হলেও রাখা হয়েছে শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ শঙ্কর ঘোষকে।

দীর্ঘ টালবাহানার নতুন রাজ্য কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি (BJP) শিবির। রাজ্য কমিটির পাশাপাশি সাতটি মোর্চা কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। ১২ জনকে সহ-সভাপতির তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। জায়গা পেয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা। একসময়ে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত অগ্নিমিত্রা এখন শুভেন্দু শিবিরের লোক। দলে দীর্ঘদিন ব্রাত্য বলে অভিযোগ তোলা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee) রয়েছেন কমিটিতে। তবে, সায়ন্তন বসু বা রীতেশ তিওয়ারির মতো সক্রিয় নেতাদের স্থান হয়নি কমিটিতে।
আরও খবরওয়াকফ সংঘাত! দেশের রাজধানীতে বুলডোজার নীতিতে ধুন্ধুমার, আহত পুলিশ, গ্রেফতারি জারি

সাধারণ সম্পাদক পদে পুরনো কমিটি থেকে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও লকেট চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে। নতুন ঢুকেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী ও ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দেওয়া শশী অগ্নিহোত্রী। পুরনো কমিটির সম্পাদক পদে থাকা ৬ বিধায়কের মধ্যে নতুন কমিটিতে ঠাঁই হয়েছে একমাত্র শুভেন্দু-ঘনিষ্ঠ শঙ্কর ঘোষের।

বিধানসভা নির্বাচনের আগে আদি-নব্য মিলিয়ে কমিটি গড়ার প্রচেষ্টা নয়া রাজ্য সভাপতি শমীকের। তবে, এর পরেও গোষ্ঠীদ্বন্দ্ব পদ্মশিবিরকে কতটা ভোগায় সেটাই দেখার।

spot_img

Related articles

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...