Thursday, January 29, 2026

মিথ্যে ফাঁস কমিশনের, অমর্ত্যর বাড়িতে পৌঁছল SIR শুনানিরই নোটিশ

Date:

Share post:

বুধের সকালে ‘প্রতীচী’তে পৌঁছলো SIR শুনানিরই নোটিশ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রামপুরহাটে সভা থেকে নোবেলজয়ী অমর্ত্য সেনের (Amartya Sen) বাড়িতে এসআইআর শুনানির (SIR hearing) নোটিশ পাঠানো হচ্ছে বলে যে দাবি করেছিলেন সেটা যে ১০০ শতাংশ সত্যি তা প্রমাণিত। অভিষেকের বক্তব্যের পর সিইও (CEO office) দফতর জানিয়েছিলেন নোবেলজয়ীর বাড়িতে কোনও শুনানির নোটিশ পাঠানো হয়নি। কিন্তু ২৪ ঘণ্টা কাটার আগেই তাদের মিথ্যে ফাঁস।তৃণমূলের কটাক্ষ, অভিষেক নিশ্চিত তথ্য দিয়েছিলেন, লুকোচুরি শেষমেশ টিকল না কমিশনের।

প্রবাসী ভারতীয় অমর্ত্যের গণনা পত্রে তথ্যগত ভুল রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার বিএলও সোমব্রত মুখোপাধ্যায় (Somobrata Mukherjee) দুজনকে সঙ্গে নিয়ে অর্থনীতিবিদের বাড়িতে যান। আগামী ১৬ই জানুয়ারি দুপুর বারোটায় অমর্ত্যের বাড়িতে গিয়ে শুনানি হবে বলে জানানো হয়েছে।

এক কথায় বিশ্ববরেণ্য নোবেলজয়ী বাঙালীকে যে আসলে সমস্যায় ফেলা হচ্ছে, SIR প্রক্রিয়াকে যে বিজেপি এবং কমিশন একযোগে প্রহসনে পরিণত করেছে ফের প্রমাণিত হল। অমর্ত্যের আত্মীয় এবং ঘনিষ্ঠদের অভিযোগ শুধুমাত্র হয়রানির জন্য এই নোটিস পাঠানো হয়েছে। তৃণমূলের খোঁচা, ‘অভিষেক ১০০ শতাংশ নিশ্চিত হয়েই তথ্য দিয়েছেন। কমিশন শেষ পর্যন্ত লুকোতে পারল না। একজন নোবেলজয়ীকে সন্দেহের উর্ধ্বে রাখা উচিত। কিন্তু যদি তিনি বাঙালি হন তাহলে তাঁকে শুনানির নোটিশ তো দিতেই হবে যেন তিনি কোন অপরাধী।’ অমর্ত্যের আত্মীয় শান্তভানু সেন জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলে নোটিশ গ্রহণ করা হয়েছে।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...