ঝাড়খণ্ডের চাইবাসায় হাতির তাণ্ডব (Elephant rampage in Chaibasa, Jharkhand)। গত পাঁচ দিন ধরে এক দাঁতালের হামলায় প্রাণ গিয়েছে কমপক্ষে ১৯ জনের। আতঙ্কে সেখানকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই ভয়ের যে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছেন বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ, বনদফতরের (Forest department) কাছের বারবার বলেও কোনও লাভ হয়নি। টন্টো, মুফাসিল, গোয়েলকেরা-সহ একাধিক জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে একটি দাঁতাল। মঙ্গলবার রাতে পশ্চিম সিংভূম (চাইবাসা) জেলার নোয়ামুন্ডি ব্লকের বাবারিয়া গ্রামে হাতির হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে চারজন একই পরিবারের সদস্য।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও হাতি তাড়ানোর কোনও ব্যবস্থাই গ্রহণ করছে না বন দফতর, এমনই অভিযোগ গ্রামবাসীদের। বদলে সে রাজ্যের বন দফতর ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া কথা ঘোষণা করেছে। বর্তমানে ঝাড়খণ্ডের কোলহান বন বিভাগ এলাকায় হাতিটিকে ঘুরতে দেখা গিয়েছে। এখনও যদি কোনও ব্যবস্থা না নেওয়া হয় তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

–
–

–

–

–

–

–

–
–


