মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্যের হদিশ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। যত দিন যাচ্ছে, লাল গ্রহের বিস্ময় ক্রমশই প্রকাশ পাচ্ছে। এই প্রথম পৃথিবীর বাইরে এমন এক অনন্য জিনিসের খোঁজ পাওয়া গেল যে, সেটা কি মঙ্গলের অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কারের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন তাঁরা।

চাঁদের মতোই সৌরমণ্ডলের লাল গ্রহকে নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর বাইরে একমাত্র মঙ্গলেই প্রাণের স্পন্দন থাকতে পারে। থাকতে পারে এলিয়েন। সেজন্যই মঙ্গল নিয়ে জানার আগ্রহ আরও তীব্র। এবার সেই লাল গ্রহেই এই প্রথম দেখতে পাওয়া গেল এক অনন্য বস্তু। কী সেই জিনিস? যা দেখে বিজ্ঞানীরা তাকে অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছেন! মঙ্গলে এবার ৮টি এমন গুহার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা তাঁদের বিস্মিত করেছে। পৃথিবীতে এমন অনেক গুহা রয়েছে। কিন্তু তা যে মঙ্গলেও থাকতে পারে এতদিন তা অভাবনীয় ছিল। কেননা এই গুহা তৈরিতে জলের ভূমিকা অনস্বীকার্য। তাহলে কি মঙ্গলে জলের অস্তিত্ব ছিল? ছিল প্রাণ? এতদিন মঙ্গলগ্রহে যে ধরনের গুহার সন্ধান পাওয়া গিয়েছে মঙ্গল গ্রহে, সেগুলি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট বলেই মনে করতেন বিজ্ঞানীরা। সম্প্রতি চিনের মহাকাশ বিজ্ঞানীরা মঙ্গলে যে ৮টি গুহার সন্ধান পেয়েছেন, তার বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। ওই গুহাগুলি জলের দ্বারা তৈরি বলেই মনে করছেন তাঁরা। আরও পড়ুন: বেতনবৃদ্ধিসহ ৮দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

মঙ্গলের হেবরাস ভ্যালেস নামে এলাকায় সন্ধান মিলেছে আটটি গুহার। গুহাগুলির মুখের কাছে রয়েছে বিরাট মুখ। সেই মুখ দিয়ে সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে। গুহার ভিতরের মাটিতে রয়েছে কার্বোনেট ও সালফেটের আধিক্য। একমাত্র জল দিয়ে গুহা তৈরি হলেই এটা সম্ভব। তাই মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, কোনও একসময় ওই গুহাগুলি জলের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। তাই এই গুহায় মিলতে পারে প্রাণের অস্তিত্ব। তার অনুসন্ধানেই এখন বিজ্ঞানীরা প্রাণপাত করছেন।
বিজ্ঞানীরা প্রাথমিক আবিষ্কারে মনে করছেন, গুহাগুলি এমনভাবে তৈরি যে, তা প্রাণ থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। তাহলে কি সেখানে ভিনগ্রহীরা থাকত? এমন প্রশ্নও বিজ্ঞানীদের মাথায় আসছে।
তবে মঙ্গলগ্রহকে চেনার ক্ষেত্রে এই আবিষ্কার এক অসামান্য মাইলফলকের কাজ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। কারণ এমন গুহার খোঁজ পৃথিবীতে পাওয়া গেলেও পৃথিবীর বাইরে থাকা কোনও স্থলভাগে এমন গুহার সন্ধান পাওয়া যায়নি।

–

–

–

–

–

–


