Thursday, January 8, 2026

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্য! অনন্য আবিষ্কার বিজ্ঞানীদের

Date:

Share post:

মঙ্গলের মাটিতে অষ্টম আশ্চর্যের হদিশ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। যত দিন যাচ্ছে, লাল গ্রহের বিস্ময় ক্রমশই প্রকাশ পাচ্ছে। এই প্রথম পৃথিবীর বাইরে এমন এক অনন্য জিনিসের খোঁজ পাওয়া গেল যে, সেটা কি মঙ্গলের অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কারের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন তাঁরা।

চাঁদের মতোই সৌরমণ্ডলের লাল গ্রহকে নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। বিজ্ঞানীরা মনে করেন, পৃথিবীর বাইরে একমাত্র মঙ্গলেই প্রাণের স্পন্দন থাকতে পারে। থাকতে পারে এলিয়েন। সেজন্যই মঙ্গল নিয়ে জানার আগ্রহ আরও তীব্র। এবার সেই লাল গ্রহেই এই প্রথম দেখতে পাওয়া গেল এক অনন্য বস্তু। কী সেই জিনিস? যা দেখে বিজ্ঞানীরা তাকে অষ্টম আশ্চর্য বলে অভিহিত করেছেন! মঙ্গলে এবার ৮টি এমন গুহার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা তাঁদের বিস্মিত করেছে। পৃথিবীতে এমন অনেক গুহা রয়েছে। কিন্তু তা যে মঙ্গলেও থাকতে পারে এতদিন তা অভাবনীয় ছিল। কেননা এই গুহা তৈরিতে জলের ভূমিকা অনস্বীকার্য। তাহলে কি মঙ্গলে জলের অস্তিত্ব ছিল? ছিল প্রাণ? এতদিন মঙ্গলগ্রহে যে ধরনের গুহার সন্ধান পাওয়া গিয়েছে মঙ্গল গ্রহে, সেগুলি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট বলেই মনে করতেন বিজ্ঞানীরা। সম্প্রতি চিনের মহাকাশ বিজ্ঞানীরা মঙ্গলে যে ৮টি গুহার সন্ধান পেয়েছেন, তার বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। ওই গুহাগুলি জলের দ্বারা তৈরি বলেই মনে করছেন তাঁরা। আরও পড়ুন: বেতনবৃদ্ধিসহ ৮দফা দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

মঙ্গলের হেবরাস ভ্যালেস নামে এলাকায় সন্ধান মিলেছে আটটি গুহার। গুহাগুলির মুখের কাছে রয়েছে বিরাট মুখ। সেই মুখ দিয়ে সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে। গুহার ভিতরের মাটিতে রয়েছে কার্বোনেট ও সালফেটের আধিক্য। একমাত্র জল দিয়ে গুহা তৈরি হলেই এটা সম্ভব। তাই মহাকাশ বিজ্ঞানীরা মনে করছেন, কোনও একসময় ওই গুহাগুলি জলের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। তাই এই গুহায় মিলতে পারে প্রাণের অস্তিত্ব। তার অনুসন্ধানেই এখন বিজ্ঞানীরা প্রাণপাত করছেন।
বিজ্ঞানীরা প্রাথমিক আবিষ্কারে মনে করছেন, গুহাগুলি এমনভাবে তৈরি যে, তা প্রাণ থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। তাহলে কি সেখানে ভিনগ্রহীরা থাকত? এমন প্রশ্নও বিজ্ঞানীদের মাথায় আসছে।

তবে মঙ্গলগ্রহকে চেনার ক্ষেত্রে এই আবিষ্কার এক অসামান্য মাইলফলকের কাজ করবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। কারণ এমন গুহার খোঁজ পৃথিবীতে পাওয়া গেলেও পৃথিবীর বাইরে থাকা কোনও স্থলভাগে এমন গুহার সন্ধান পাওয়া যায়নি।

spot_img

Related articles

কেন হঠাৎ নাড্ডার বৈঠকের কাছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর আধিকারিক! জল্পনা তুঙ্গে

কেন হঠাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতির বৈঠকের কাছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর পুলিশ কর্তা! এই নিয়ে...

ছাত্রীকেই যৌন হেনস্থা, সোনাজয়ী শুটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কোচের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ করলেন শুটার। পিঠে ম্যাসাজ করে দেওয়ার নাম করে নাবালিকাকে যৌন হেনস্তা করেন যুব...

গঙ্গাসাগর সেতু তৈরি হলে ইতিহাস হবে: মেলার শিবির উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী, দিলেন সতর্কবার্তা

গঙ্গাসাগর সেতু তৈরি হলে ইতিহাস রচনা হবে। বৃহস্পতিবার, আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) অস্থায়ী শিবিরের উদ্বোধনে গিয়ে...

ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতি! মিনিয়াপোলিসে ICE-এর গুলিতে মৃত্যু মহিলার

ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতির জেরে নিহত মহিলা (US Immigration Police)! বুধবার মিনিয়াপোলিসে ICE(ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)-এর গুলিতে ৩৭...