পদ্মাপাড়ে (Bangladesh) সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বেড়েই চলেছে। এবার উন্নত জনতার হাত থেকে বাঁচতে জলের ঝাঁপ দিয়ে মৃত্যু ভান্ডারপুর গ্রামের ২৫ বয়সে যুবকের। মৃতের নাম মিঠুন সরকার (Mithun Sarkar)। হিন্দু যুবককে চোর সন্দেহ করে তাড়া করা হয়। মারমুখী জনতার হাত থেকে রক্ষা পেতে নওগাঁও জেলার মহাদেবপুরে হাটচকগৌরী বাজারের পাশে এক খালে ঝাঁপ দেন মিঠুন। পুলিশ খালে রাজশাহীর ডুবুরিদল নামিয়ে দেহ উদ্ধার করেছে বলে খবর।

প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত ১৮ দিনে ৭ জন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মঙ্গলবার দুপুরে বাজার থেকে চোর সন্দেহে কিছু যুবক পিছনকে মিঠুনকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি জলে ঝাঁপ দেন। সেখানেই মৃত্যু হয়। পুলিশ বলছে, ওই হিন্দু যুবক চুরি করেছিলেন কিনা তার কোনও প্রমাণ কিন্তু এখনও পর্যন্ত মেলেনি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাহলে কি শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার জন্যই আক্রোশের মুখে পড়ে প্রাণ হারাতে হলে তাঁকে? আতঙ্ক বাড়ছে বাংলাদেশে থাকা হিন্দুদের।

–
–

–

–

–

–

–

–


