Thursday, January 29, 2026

চুরি করতে গিয়ে বিপত্তি! এক ঘণ্টা ঝুলে ধরা পড়ল চোর

Date:

Share post:

একেবারে ফিল্মি কায়দায় চুরির চেষ্টা ব্যর্থ হল রাজস্থানের কোটা শহরে। বাড়িতে ঢুকে লুটপাটের উদ্দেশ্যে রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে মাঝপথে আটকে পড়ল এক যুবক। প্রায় এক ঘণ্টা ধরে ঝুলে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

জানা গিয়েছে, বাড়ির মালিক সুভাষ কুমার রাওয়াত বাড়িতে ছিলেন না। তিনি খাটুশ্যামজিতে গিয়েছিলেন। পরদিন গভীর রাতে তাঁর স্ত্রী বাড়িতে ফিরে মূল দরজা খুলতেই অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। বাইরে রাখা স্কুটারের হেডলাইটের আলোয় দেখা যায়, রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফটে এক ব্যক্তি আধখানা ঢুকে, আধখানা বাইরে ঝুলে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক চুরির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিল। তবে সরু এক্সহস্ট শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে মাঝপথে আটকে যায় সে। নিজে থেকে আর বেরোতে না পেরে অসহায় অবস্থায় ঝুলে থাকতে হয় তাকে। তার সঙ্গে থাকা আর এক সঙ্গী শব্দ শুনে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বাসিন্দারা ভিড় করেন। কী ভাবে ওই যুবককে উদ্ধার করা যায়, তা নিয়ে কিছুক্ষণ আলোচনা চলে। জানা গিয়েছে, অভিযুক্তরা একটি গাড়িতে করে এসেছিল, যার গায়ে পুলিশের স্টিকার লাগানো ছিল। পুলিশের অনুমান, সন্দেহ এড়াতেই এমন কৌশল নেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে আটক করে। পলাতক সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃত ব্যক্তি ওই এলাকা বা সংলগ্ন অঞ্চলে অন্য কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- কেন্দ্রের FCI নির্দেশিকায় পাটশিল্পে ধাক্কা! বস্ত্রমন্ত্রীকে চিঠি দিয়ে তীব্র প্রতিবাদ ঋতব্রতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...