Friday, January 9, 2026

চুরি করতে গিয়ে বিপত্তি! এক ঘণ্টা ঝুলে ধরা পড়ল চোর

Date:

Share post:

একেবারে ফিল্মি কায়দায় চুরির চেষ্টা ব্যর্থ হল রাজস্থানের কোটা শহরে। বাড়িতে ঢুকে লুটপাটের উদ্দেশ্যে রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে মাঝপথে আটকে পড়ল এক যুবক। প্রায় এক ঘণ্টা ধরে ঝুলে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

জানা গিয়েছে, বাড়ির মালিক সুভাষ কুমার রাওয়াত বাড়িতে ছিলেন না। তিনি খাটুশ্যামজিতে গিয়েছিলেন। পরদিন গভীর রাতে তাঁর স্ত্রী বাড়িতে ফিরে মূল দরজা খুলতেই অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। বাইরে রাখা স্কুটারের হেডলাইটের আলোয় দেখা যায়, রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফটে এক ব্যক্তি আধখানা ঢুকে, আধখানা বাইরে ঝুলে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক চুরির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিল। তবে সরু এক্সহস্ট শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে মাঝপথে আটকে যায় সে। নিজে থেকে আর বেরোতে না পেরে অসহায় অবস্থায় ঝুলে থাকতে হয় তাকে। তার সঙ্গে থাকা আর এক সঙ্গী শব্দ শুনে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বাসিন্দারা ভিড় করেন। কী ভাবে ওই যুবককে উদ্ধার করা যায়, তা নিয়ে কিছুক্ষণ আলোচনা চলে। জানা গিয়েছে, অভিযুক্তরা একটি গাড়িতে করে এসেছিল, যার গায়ে পুলিশের স্টিকার লাগানো ছিল। পুলিশের অনুমান, সন্দেহ এড়াতেই এমন কৌশল নেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে আটক করে। পলাতক সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃত ব্যক্তি ওই এলাকা বা সংলগ্ন অঞ্চলে অন্য কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- কেন্দ্রের FCI নির্দেশিকায় পাটশিল্পে ধাক্কা! বস্ত্রমন্ত্রীকে চিঠি দিয়ে তীব্র প্রতিবাদ ঋতব্রতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...

আইএসএলের জন্য তিন ক্লাবকে শুভেচ্ছা মমতার, ক্রীড়া সংস্থাগুলিকে আর্থিক সহায়তা সরকারের

রাজ্যের খেলাধুলার উন্নয়নে ফের একবার এগিয়ে সরকার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন(BOA) স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল...