দক্ষিণ বঙ্গে শীতল দিনের সতর্কতা ছিলই। বুধবার সকাল থেকে সেই কথা হাড়ে হাড়ে টের পেল দক্ষিণবঙ্গের আট জেলা। সেইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও নামল তাপমাত্রার পারদ। যেভাবে উত্তরবঙ্গ ঘন কুয়াশায় (dense fog) বেশ কয়েকদিন ধরে ঢাকা, বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলাতেও একই পরিস্থিতি দেখা যায়।

বুধবার থেকে টানা তিন দিন বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় শৈত্য প্রবাহের (cold wave) সতর্কতা ছিল। সেই সঙ্গে শীতল দিন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলায় দেখা যাবে শীতল দিন। এমন সতর্কতা দিয়েছিল আবহাওয়া দফতর। বুধবার থেকে এই শৈত্য প্রবাহের পরিস্থিতি শনিবার পর্যন্ত জারি থাকবে বলে জানানো হল।

দক্ষিণের জেলাগুলিতে শৈত্য প্রবাহের (cold wave) জেরে ভোর থেকে ঘন কুয়াশার (dense fog) আস্তরণ দেখা যায়। যদিও বেলা বাড়ার পর কিছুটা রোদের মুখ দেখা যায়। তবে ভোরের কুয়াশার জেরে ব্যহত হয় বিমান চলাচল। সকাল ৭.০০টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসে। অন্তত কুড়িটি বিমান ওঠা-নামায় সমস্যা হয়, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন : আগামী দুদিন শৈত্যপ্রবাহ: সতর্ক করা হল রাজ্যের দুই জেলাকে

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই জানানো হয়েছে। অন্যদিকে বীরভূম, পূর্ব বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামার সতর্কতা রয়েছে। উত্তরের জেলাগুলিতে গত কয়েকদিন যেভাবে কুয়াশার দাপট ছিল, সেই পরিস্থিতির পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আপাতত উত্তর বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন হবে না।

–

–

–

–

–


