Thursday, January 29, 2026

SIR থেকে প্রার্থী তালিকা – হাতাতেই আইটি অফিসে ইডি হানা, তোপ মমতার

Date:

Share post:

নির্বাচনের পন্থা চুরি করা একটি বড় চুরি। তৃণমূলের কাগজপত্র লুট করতে তথ্যপ্রযুক্তি অফিসে হানা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইডি-র। অমিত শাহ (Amit Shah) যা করছেন তাতে বাংলায় আরও বেশি আসন হারাবে বিজেপি। সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর থেকে দলীয় নথি উদ্ধারের পর বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন যে নথি আইপ্যাক দফতর (IPac office) থেকে বের করে আনা হয়েছে তা সবই তৃণমূল কংগ্রেসের নথি।

বৃহস্পতিবার ভোরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা প্রত্যেক সেক্টর ফাইভ (Sector V) এর দফতরে থানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদতে এই হানা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্পষ্ট করে তৃণমূল নেত্রী দাবি করেন ভোর ছটায় যখন দফতরে কোনও কর্মী ছিল না তখন এসে সমস্ত কম্পিউটার থেকে তথ্য হাতিয়েছে। দফতর থেকে দলীয় সব কাগজপত্র লুট করেছে। একটি রাজনৈতিক দলের দফতরে এভাবে ঢুকে আসা অপরাধ নয়, প্রশ্ন মমতার।

তৃণমূল নেত্রী স্পষ্ট ভাবে দাবি করেন, সেক্টর ফাইভ-এর আইপ্যাকের দফতর থেকে যে নথি তাঁর কর্মীরা বের করে এনেছেন সেগুলো তাঁর দলেরই নথি। এগুলি গোটা অফিসে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তিনি এগুলি সংগ্রহ করে বের করে এনেছেন। তবে তার আগেই ইডি-র (ED) ফরেনসিক দল (forensic expert) কম্পিউটার থেকে নথি ট্রান্সফার (date transfer) করে নিয়েছে। যা করেছে সেটা অন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, এই তথ্য হাতানোর জন্য এফআইআর করা হবে।

তৃণমূল নেত্রী তল্লাশি চলাকালীন জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের রাজনৈতিক পরামর্শদাতা ও তথ্য প্রযুক্তির দায়িত্বশীল সংস্থা আইপ্যাকের সঙ্গে দলের নেতা কর্মীদের এমনকি দলনেত্রীর প্রতিদিন কথা হয়। সেই সব তথ্য এই দফতরেই রাখা থাকে। ফলে নামমাত্র অভিযোগের কথা বলে যে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাতে সেই সব দলীয় তথ্য সরিয়ে ফেলা হয়েছে, অভিযোগ নেত্রীর।

আরও পড়ুন : বিজেপির রাজনৈতিক চক্রান্ত, কলকাতায় আইপ্যাকের অফিসে ইডি অভিযান! কর্ণধারের বাড়িতেও চলছে তল্লাশি

তবে কী কী নথি ইডি-র আধিকারিকরা নিয়ে নিয়েছেন তা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন না এলে বোঝা সম্ভব নয়, জানান মমতা। ফলে ইডি-র তল্লাশি চললেও তিনি আইপ্যাকের এই দফতরেই অপেক্ষা করবেন, যতক্ষণ না প্রতীক জৈন আইপ্যাক দফতরে পৌঁছবেন, ততক্ষণ তিনি সেখানেই থাকবেন।

spot_img

Related articles

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...