Friday, January 9, 2026

SIR থেকে প্রার্থী তালিকা – হাতাতেই আইটি অফিসে ইডি হানা, তোপ মমতার

Date:

Share post:

নির্বাচনের পন্থা চুরি করা একটি বড় চুরি। তৃণমূলের কাগজপত্র লুট করতে তথ্যপ্রযুক্তি অফিসে হানা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ইডি-র। অমিত শাহ (Amit Shah) যা করছেন তাতে বাংলায় আরও বেশি আসন হারাবে বিজেপি। সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর থেকে দলীয় নথি উদ্ধারের পর বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন যে নথি আইপ্যাক দফতর (IPac office) থেকে বের করে আনা হয়েছে তা সবই তৃণমূল কংগ্রেসের নথি।

বৃহস্পতিবার ভোরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা প্রত্যেক সেক্টর ফাইভ (Sector V) এর দফতরে থানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদতে এই হানা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্পষ্ট করে তৃণমূল নেত্রী দাবি করেন ভোর ছটায় যখন দফতরে কোনও কর্মী ছিল না তখন এসে সমস্ত কম্পিউটার থেকে তথ্য হাতিয়েছে। দফতর থেকে দলীয় সব কাগজপত্র লুট করেছে। একটি রাজনৈতিক দলের দফতরে এভাবে ঢুকে আসা অপরাধ নয়, প্রশ্ন মমতার।

তৃণমূল নেত্রী স্পষ্ট ভাবে দাবি করেন, সেক্টর ফাইভ-এর আইপ্যাকের দফতর থেকে যে নথি তাঁর কর্মীরা বের করে এনেছেন সেগুলো তাঁর দলেরই নথি। এগুলি গোটা অফিসে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তিনি এগুলি সংগ্রহ করে বের করে এনেছেন। তবে তার আগেই ইডি-র (ED) ফরেনসিক দল (forensic expert) কম্পিউটার থেকে নথি ট্রান্সফার (date transfer) করে নিয়েছে। যা করেছে সেটা অন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, এই তথ্য হাতানোর জন্য এফআইআর করা হবে।

তৃণমূল নেত্রী তল্লাশি চলাকালীন জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের রাজনৈতিক পরামর্শদাতা ও তথ্য প্রযুক্তির দায়িত্বশীল সংস্থা আইপ্যাকের সঙ্গে দলের নেতা কর্মীদের এমনকি দলনেত্রীর প্রতিদিন কথা হয়। সেই সব তথ্য এই দফতরেই রাখা থাকে। ফলে নামমাত্র অভিযোগের কথা বলে যে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাতে সেই সব দলীয় তথ্য সরিয়ে ফেলা হয়েছে, অভিযোগ নেত্রীর।

আরও পড়ুন : বিজেপির রাজনৈতিক চক্রান্ত, কলকাতায় আইপ্যাকের অফিসে ইডি অভিযান! কর্ণধারের বাড়িতেও চলছে তল্লাশি

তবে কী কী নথি ইডি-র আধিকারিকরা নিয়ে নিয়েছেন তা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন না এলে বোঝা সম্ভব নয়, জানান মমতা। ফলে ইডি-র তল্লাশি চললেও তিনি আইপ্যাকের এই দফতরেই অপেক্ষা করবেন, যতক্ষণ না প্রতীক জৈন আইপ্যাক দফতরে পৌঁছবেন, ততক্ষণ তিনি সেখানেই থাকবেন।

spot_img

Related articles

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে...

গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২ নম্বর স্নান ঘাটের একাধিক ছাউনি!

ভোররাতে গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire breaks out in Gangasagar Mela complex)। একের পর এক প্লাস্টিকের অস্থায়ী ছাউনি...

আইপ্যাকে ED অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের 

তৃণমূলের নথি চুরি করতে কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিসে অভিযান চালিয়েছিল ইডি, প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরের ধর্না...