বুধবার রাতে শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে অগ্নিকাণ্ড (Fire incident in Siliguri SDO office)। এগারোটা নাগাদ কালো ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এসআইএর (SIR) প্রক্রিয়া চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনায় বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন মহকুমাশাসকের অফিসে কেউ ছিলেন না। স্থানীয়রা থানা ও দমকলে খবর দেন। প্রথমে একটি ইঞ্জিন ও পরে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই। SIR আবহে এই অগ্নিকাণ্ডে মহকুমা শাসকের অফিসে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস পুড়ে যাওয়ায় ডিজিটালাইজড তথ্য উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

–
–

–

–

–

–

–

–


