পৌষের শীতের (Winter)আমেজ ভরপুর উপভোগ করছে বাংলা। হাড় কাঁপানো ঠান্ডায় জেলায় জেলায় পারদপতন চলছে। এখনই আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। বরং আগামী সপ্তাহেও শীতের দাপট বজায় থাকবে।

চলতি মরশুমে কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের যেভাবে পারদ নিম্নমুখী হয়েছে তাতে বাংলায় শীত পড়ে না বলে বাঙালি যে আক্ষেপ করত তা নিমেষে ঘুচে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তুরে হাওয়া বইছে। আজ মহানগরীর তাপমাত্রা সামান্য বেড়ে ১১ ডিগ্রির ঘরে। বেলা বাড়তেই রোদের দাপট চওড়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পারদ স্বাভাবিকের নীচে থাকবে। পাশাপাশি, ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশির ভাগ জেলায়। উইকেন্ডে ফের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

–
–

–

–

–

–

–

–


