Friday, January 30, 2026

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

Date:

Share post:

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে সেই চক্রান্ত ব্যর্থ হওয়ায় নতুন হাতিয়ার এসআইআর শুনানি। আর সেই শুনানির (SIR hearing) নামে যেভাবে বাংলার মানুষকে হেনস্থা চালিয়ে যাচ্ছিল কমিশন বারবার তার প্রতিবাদে কলকাতা থেকে দিল্লিতে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। অবশেষে সেই প্রতিবাদের জেরে এসআইআর শুনানিতে সশরীরে হাজিরার (personally appearing) নিয়মে বদল আনতে বাধ্য হল কমিশন (Election Commission)। কমিশনের এই সিদ্ধান্ত আদতে বাংলার মানুষের জয়, দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের।

শুক্রবারই নির্বাচন কমিশনের সিইও দফতরের (CEO Office) তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, পরিযায়ী শ্রমিক থেকে পড়াশোনা ও চিকিৎসার জন্য যাঁরা বাইরে রয়েছেন তাদের শুনানির জন্য সশরীরে হাজিরা দিতে হবে না। শুনানিতে সশরীরে হাজিরার তালিকা থেকে বাদ দেওয়া হয় সরকারি কর্মী, এনআরআই বা রাজ্যের বাইরে থাকা বেসরকারি কর্মী, সেনাবাহিনীতে কর্মরতদেরও। দেরিতে হলেও কমিশনের বোধোদয়ে স্বস্তিতে বাংলার সাধারণ মানুষ।

বাস্তবে যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন, তা যে কতখানি অপরিকল্পিত, তা প্রমাণ করেছে এই ঘটনা আবারও। সাধারণ মানুষের হয়রানি, মৃত্যু এসআইআর-এর শুনানি পর্বেও অব্যাহত। অথচ সব দেখেও চোখ বুঁজে ছিল নির্বাচন কমিশন। তৃণমূলের তরফে সিইও দফতরে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করার জন্য দরবার করা হয়েছিল একাধিকবার। অবশেষে সেই দাবিকে মান্যতা দিল কমিশন।

আরও পড়ুন : বিদেশে থাকা ভোটারদের জন্য এসআইআরের শুনানিতে ছাড় ঘোষণা কমিশনের 

সাধারণ মানুষের দাবি এবং সেই দাবিতে তৃণমূলের আন্দোলন। তার জেরেই কমিশনের এই পদক্ষেপ বাংলার মানুষের জয়, দাবি রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja)। তিনি জানান যে, নির্বাচন কমিশন এসআইআর-এর ফর্ম ফিলাপের জন্য আত্মীয়কে অনুমতি দিচ্ছে কমিশন। সেই কমিশনই শুনানির জন্য আনম্যাপড বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নোটিশ পাঠানো ব্যক্তিদের সশরীরে হাজিরা নির্দেশ দিচ্ছে। এর ফলে ব্যাপকভাবে হেনস্থার শিকার হচ্ছিলেন বহু মানুষ। তাঁদের দাবি নিয়েই বারবার তৃণমূল কংগ্রেস সিইও দফতরে দরবার করে। আবেদন জানায়, এঁদের শুনানির জন্য তাদের আত্মীয়দের উপস্থিত হওয়ার আবেদন গৃহিত হোক। অবশেষে সেই দাবিতে মান্যতা কমিশনের (Election Commission)। বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবেই। এই জয় তৃণমূলের। এই জয় বাংলার মানুষের।

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...