শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বশাসিত), কলকাতা। বুধবার কলেজের তরফে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচিগুলির বিস্তারিত তুলে ধরেন অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ডমিনিক স্যাভিও।

আগামী ১১ জানুয়ারি, রবিবার কলেজ আয়োজন করতে চলেছে ‘জ্যাভাথন ২০২৬’—প্রতিষ্ঠানের প্রথম শহর-স্তরের মিনি ম্যারাথন। সুস্থ জীবনযাপন ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এই দৌড়ে থাকবে ৩ কিমি ফান রান, ৫ কিমি ও ১০ কিমি দৌড় বিভাগ। প্রাক্তন পোপ ফ্রান্সিসের ‘লাউদাতো সি’ ভাবনায় অনুপ্রাণিত এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকছে বৃক্ষরোপণ কর্মসূচিও। এক হাজারেরও বেশি দৌড়বিদের অংশগ্রহণে কলকাতার রাস্তায় পরিবেশবান্ধব ভবিষ্যতের বার্তা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। ম্যারাথনের সূচনা করবেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার ভার্মা।

এর পর ১৬ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সেন্ট জেভিয়ার্স কলেজের ১৯তম সমাবর্তন ও বিদায়ী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ। চলতি বছরের নিহিল আল্ট্রা পুরস্কার প্রদান করা হবে প্রাক্তন আইএসআই ডিরেক্টর অধ্যাপক সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে। এবছর রেকর্ড সংখ্যক ২০ জন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করবেন। পাশাপাশি ২৪৫০ জন পড়ুয়াকে স্নাতক, স্নাতকোত্তর ও বি.এড. ডিগ্রি প্রদান করা হবে।
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, কলেজে চালু হতে চলেছে ‘এক্সিট অপারচুনিটি’। তিন বছর পাঠক্রম সম্পূর্ণ করার পর প্রয়োজনীয় ক্রেডিট থাকলে শিক্ষার্থীরা ব্যাচেলর ডিগ্রি নিয়ে কোর্স থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই ব্যবস্থার বিস্তারিত নিয়মাবলি চূড়ান্ত করার কাজ চলছে।

কলেজের সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে আজয়নগরের নতুন ক্যাম্পাসে গড়ে উঠছে কমিউনিকেশন–মাল্টিমিডিয়া হাব, ইনকিউবেশন সেন্টার ও কমিউনিটি রেডিও স্টেশন। পাশাপাশি কিছু বিজ্ঞান ও স্নাতকোত্তর বিভাগও সেখানে স্থানান্তরিত হবে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার রাঘবপুরে গ্রামীণ ক্যাম্পাসে গড়ে উঠেছে স্কুল অফ জেন্ডার স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। এখানে পড়ুয়াদের প্রায় ৬০ শতাংশই নারী, যা নারীশিক্ষা ও ক্ষমতায়নের বার্তা বহন করছে।

৯ থেকে ১১ জানুয়ারি কলেজ আয়োজন করছে দশম আন্তর্জাতিক সম্মেলন ICDMAI ২০২৬, যেখানে ডাটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইনোভেশন নিয়ে বিশ্বজুড়ে গবেষক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ থাকবে। এই সম্মেলন ইন্ডিয়া এআই সামিট-এর প্রি-সামিট ইভেন্ট হিসেবেও স্বীকৃত। এছাড়াও ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বার্ষিক আন্তঃকলেজ উৎসব ‘জ্যাভোৎসব’, আর ২৪ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে বসবে সংগীতানুষ্ঠান ‘বিয়ন্ড ব্যারিয়ার্স’। ১৮ জানুয়ারি রাঘবপুর ক্যাম্পাসে আয়োজন করা হবে মেগা হেলথ ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির। জানুয়ারি জুড়ে এই কর্মসূচির মাধ্যমে সেন্ট জেভিয়ার্স কলেজ যে শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সমাজ ও সংস্কৃতির নানা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিচ্ছে, তা ফের স্পষ্ট হল।


_

_

_
_


