বলিউডে (Bollywood Gossip) প্রেমের ভাঙা-গড়ার গল্প প্রায়ই শোনা যায় কিন্তু সেই তালিকায় এবার কি নাম জুড়ল তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার? মুম্বইয়ে গায়ক এপি ধিলোঁর কনসার্টে তারার সঙ্গে গায়কের ‘অতিরিক্ত ঘনিষ্ঠতা’ ঘিরেই নাকি তৈরি হয়েছে চূড়ান্ত তিক্ততা। বলিপাড়ায় জোর গুঞ্জন, গায়কের সঙ্গে তারার ঘনিষ্ঠ মুহূর্ত দেখে বীরের সেই ‘হতভম্ব’ অভিব্যক্তিই নাকি শেষ পর্যন্ত তিক্ততার কারণ হয়ে দাঁড়িয়েছে।

খুশি কাপুর ও বেদাঙ্গ রায়নার ব্রেকআপের খবরের রেশ কাটতে না কাটতেই বীর-তারার এই খবর টিনসেল টাউনে হইচই ফেলে দিয়েছে। অথচ মাসখানেক আগেই আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর বীরের হাত ধরে নতুন করে পথ চলা শুরু করেছিলেন তারা। এমনকি সুতারিয়া পরিবারের বড়দিনের রাজকীয় ভোজেও বীরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু এক রাতেই বদলে গেল সব হিসেব। আরও পড়ুন: মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার

ঘটনার সূত্রপাত মুম্বইয়ে এপি ধিলোঁর সেই কনসার্টে। সেখানে মঞ্চে পারফর্ম করার সময় আচমকাই তারাকে কাছে টেনে জাপটে ধরে চুমু খান গায়ক। সেই মুহূর্তে দর্শকাসনে বসে থাকা বীর পাহাড়িয়া এতটাই অস্বস্তিতে পড়ে যান যে, তাঁর সেই থমথমে মুখের ছবি নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। শোনা যাচ্ছে, বীর এই ঘনিষ্ঠতা একদমই মেনে নিতে পারেননি। প্রেমিকার এমন আচরণে বীর যে রীতিমতো রুষ্ট, তা সেদিনই টের পেয়েছিলেন অনেকে। শোনা যাচ্ছে, তাঁদের অভিন্ন বন্ধু ওরি পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও মান-অভিমানের বরফ আর গলেনি।
জাহ্নবী কাপুরের ‘হবু দেওর’ বীর নাকি এই ঘটনার পর থেকেই তারার সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন। যদিও দুই তারকার কেউই এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবে গুঞ্জন বলছে—চুপিসারেই একে অপরকে ‘গুডবাই’ বলে দিয়েছেন তাঁরা। এখন দেখার, এপি ধিলোঁর সেই পারফরম্যান্সই কি এই প্রেমের শেষ অধ্যায় হয়ে থাকবে, নাকি সব মান-অভিমান ভুলে আবারও এক হবেন বীর-তারা।

–

–

–

–

–

–


