Sunday, January 11, 2026

নারায়ণ দেবনাথের কমিক্স প্রকাশে নিষেধাজ্ঞা দেব সাহিত্য কুটীরের উপর! অধিকার পেল দীপ প্রকাশন

Date:

Share post:

প্রয়াত সাহিত্যিক ও শিল্পী নারায়ণ দেবনাথের সৃষ্টি জনপ্রিয় কমিক্স চরিত্রগুলি নিয়ে প্রকাশনা সংক্রান্ত বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। আলিপুর আদালতের রায়ে জানানো হয়েছে, এবার থেকে ‘দেব সাহিত্য কুটীর প্রাইভেট লিমিটেড’ আর নারায়ণ দেবনাথের কোনও শিল্প ও সাহিত্যকর্ম প্রকাশ করতে পারবে না। এর মধ্যে রয়েছে হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ম্যাজিশিয়ান পটলচাঁদ, শুঁটকি ও মুটকির মতো বহু জনপ্রিয় কমিক্স ও চরিত্র।

আদালতের নির্দেশ অনুযায়ী, শুধু বই আকারে নয়, অনলাইন মাধ্যম, পোর্টাল, ই-কমার্স বা যে কোনও প্রকার মুদ্রণ, প্রকাশ, বিক্রয়, বিক্রয়ের প্রস্তাব, বিতরণ বা প্রচার থেকেও বিরত থাকতে হবে দেব সাহিত্য কুটীরকে। এই সমস্ত শিল্প ও সাহিত্যকর্মের প্রকাশনা সত্তা বা প্রকাশের অধিকার এবার থেকে থাকবে ‘দীপ প্রকাশন’-এর হাতে।

নারায়ণ দেবনাথের পরিবারের তরফে প্রকাশনা সত্তা সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল আলিপুর আদালতে। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে, এর আগে এই বিষয়ে কমার্শিয়াল কোর্টে দায়ের হওয়া একটি মামলায় দীপ প্রকাশনের বিরুদ্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়েছিল। পরে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে বর্তমানে দীপ প্রকাশনের তরফে নারায়ণ দেবনাথের রচনার প্রকাশে আর কোনও আইনি বাধা রইল না।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালে মাত্র দু’বছরের জন্য দেব সাহিত্য কুটীরকে নারায়ণ দেবনাথের শিল্প ও সাহিত্যকর্ম প্রকাশের অনুমতি দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা বেআইনিভাবে লেখকের কর্ম প্রকাশ করে চলেছে, যা কপিরাইট লঙ্ঘনের শামিল। আদালত সেই অভিযোগের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- SIR আতঙ্কে আরও মৃত্যু রাজ্যে! কেন্দ্র-কমিশনকে তোপ তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...