বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ। বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন না কোথায় বিশ্বকাপ(T20 World cup) খেলবেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড(Bangladesh Cricket Bord) আইসিসিকে(ICC) ভেন্যু বদল নিয়ে দাবি জানালেও পরে সরে আসে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব হলেন দলের ক্রিকেটাররা।

আইসিসি’র চাপে ভাঙলেও মচকাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যায় ক্রিকেটাররা। পিচ, পরিবেশ ছাড়াও মানসিক প্রস্তুতি নিতে পারছেন না তারা। অথচ বিসিবি সেসব নিয়ে ভাবছে না। এই পরিস্থিতিতে যে কোনও ভেন্যুতে যে তাঁরা খেলতে প্রস্তুত সেটা জানিয়ে দিলেন দলের সদস্য মেহদি হাসান।

সংবাদ মাধ্যমের সামনে তিনি সরাসরি বলেছেন, অনিশ্চয়তার বিষয়টি বোর্ড দেখছে। এতে ক্রিকেটারদের কিছু করণীয় নেই। আমরা যে কোনও স্থানে খেলতে প্রস্তুত। যদি মঙ্গল গ্রহে খেলতে পাঠায় সেখানেই খেলে আসব। অন্য ক্রিকেটার নাজমুল বলেছেন, বিশ্বকাপের আগে এমন কিছু না ঘটাই ভালো যাতে খেলায় তাঁর প্রভাব পড়ে। আমরা পেশাদার ফলে আমাদের এই সব বিতর্ক সরিয়ে রেখে খেলতে হয়।
এদিকে আক্রমণের মুখে পড়েছেন তামিম ইকবাল। তিনি নমনীয় মনোভাব নেওয়ার কথা বলেন। তামিম বলেছিলেন, আমাদের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আইসিসির থেকেই ৯০-৯৫ শতাংশ টাকা আসে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আক্রমণ বিসিবির ফিনান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলামের। নাজমুলের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররাই। ফুঁসে উঠলেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোমিনুল হকরা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার।

এদিকে, ভারত থেকে ম্যাচ সরানো কোনওভাবেই সম্ভব নয়, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল। ফলে নিজেদের অবস্থান থেকে সরে আসা ছাড়া আর কোনও উপায় নেই বিসিবির।

–

–

–

–


