Saturday, January 31, 2026

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

Date:

Share post:

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন না কোথায় বিশ্বকাপ(T20 World cup) খেলবেন?  বাংলাদেশ ক্রিকেট বোর্ড(Bangladesh Cricket Bord) আইসিসিকে(ICC) ভেন্যু বদল নিয়ে দাবি জানালেও পরে সরে আসে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সরব  হলেন দলের ক্রিকেটাররা।

আইসিসি’র চাপে ভাঙলেও মচকাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যায় ক্রিকেটাররা। পিচ, পরিবেশ ছাড়াও মানসিক প্রস্তুতি নিতে পারছেন না তারা। অথচ বিসিবি সেসব নিয়ে ভাবছে না। এই পরিস্থিতিতে যে কোনও ভেন্যুতে যে তাঁরা খেলতে প্রস্তুত সেটা জানিয়ে দিলেন দলের সদস্য মেহদি হাসান।

সংবাদ মাধ্যমের সামনে তিনি সরাসরি বলেছেন, অনিশ্চয়তার বিষয়টি বোর্ড দেখছে। এতে ক্রিকেটারদের কিছু করণীয় নেই। আমরা যে কোনও স্থানে খেলতে প্রস্তুত। যদি মঙ্গল গ্রহে খেলতে পাঠায় সেখানেই খেলে আসব।  অন্য ক্রিকেটার নাজমুল বলেছেন, বিশ্বকাপের আগে এমন কিছু না ঘটাই ভালো যাতে খেলায় তাঁর প্রভাব পড়ে। আমরা পেশাদার ফলে আমাদের এই সব বিতর্ক সরিয়ে রেখে খেলতে হয়।

এদিকে আক্রমণের মুখে পড়েছেন তামিম ইকবাল। তিনি নমনীয় মনোভাব নেওয়ার কথা বলেন। তামিম বলেছিলেন, আমাদের সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আইসিসির থেকেই ৯০-৯৫ শতাংশ টাকা আসে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে আক্রমণ বিসিবির ফিনান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলামের। নাজমুলের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের ক্রিকেটাররাই। ফুঁসে উঠলেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোমিনুল হকরা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার।

এদিকে, ভারত থেকে ম্যাচ সরানো কোনওভাবেই সম্ভব নয়, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল। ফলে নিজেদের অবস্থান থেকে সরে আসা ছাড়া আর কোনও উপায় নেই বিসিবির।

 

spot_img

Related articles

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...

বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত! মমতার দাবিতে শিলমোহর অজিত-শারদ ভিডিওতে

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্য়ুর পরে বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা...