দেশের সংবিধানকে উপেক্ষা করে একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের দেশ বলে ভারতকে প্রতিষ্ঠা করার কাজ বিজেপির শীর্ষ নেতারা বরাবর করে এসেছে। প্রকাশ্যে বিজেপির অনেক নেতাই ভারতকে হিন্দু রাষ্ট্র বলে সোচ্চারও হয়েছে। এবার খোদ অসমের (Assam) মুখ্যমন্ত্রী দাবি করলেন ভারতে প্রধানমন্ত্রী (Prime Minister of India) একমাত্র একজন হিন্দু ব্যক্তিই হতে পারেন। স্বাভাবিকভাবে বিজেপির অন্য নেতাদের এই ধরনের বক্তব্যে যেমন সংবিধান অবমাননায় কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি, অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ক্ষেত্রেও কোনও সতর্ক করার পথে যায়নি নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। হিমন্তের (Himanta Biswa Sharma) এই ধরনের বক্তব্যে তাঁকে ‘ছোট মনের’ বলে দাবি করেছেন মিম (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Oaisi)।

বিজেপির নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুকরণে দেশের সংবিধানকে সবরকমভাবে অবমাননা করতেই অভ্যস্থ হয়ে পড়েছেন। সংবিধানের অবমাননায় ফের একবার ধর্মের রাজনীতিতে শান অসম মুখ্যমন্ত্রীর। হিন্দু রাষ্ট্রের সমর্থনে সওয়াল করে হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma) দাবি করেন, ভারত (India) একটি হিন্দু রাষ্ট্র। হিন্দু সভ্যতা। আমরা সব সময় বিশ্বাস করি এবং আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে ভারতের প্রধানমন্ত্রী সব সময়ই একজন হিন্দু প্রধানমন্ত্রী হবেন।

আরও পড়ুন : নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও
স্বাভাবিকভাবেই সংবিধান বিরোধী এই বক্তব্যে সরব বিরোধীরা। হিমন্ত বিশ্বশর্মার এই বক্তব্য পাকিস্তানের সংবিধানের অনুকরণে বলা, এমন দাবি করেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর বক্তব্য, উনি পাকিস্তানের উপর বিশ্বাস রাখেন। সেখানকার সংবিধানে লেখা রয়েছে একটি ধর্ম সম্প্রদায়ের মানুষই সেখানকার রাষ্ট্রপতি হতে পারবেন। কিন্তু আমাদের দেশের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর যা রচনা করেছিলেন, সেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। উনি ছোট মনের মানুষ।

–

–

–

–

–

–


