Monday, January 12, 2026

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

Date:

Share post:

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের পাহাড়ি পথে ধোঁয়া উড়িয়ে ছুটবে টয়ট্রেনের জনপ্রিয় ‘জঙ্গল সাফারি’। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই এই বিশেষ পরিষেবার সূচনা হয়েছে। উত্তরবঙ্গের বনাঞ্চল আর পাহাড়ি সৌন্দর্যকে আরও নিবিড়ভাবে উপভোগ করার সুযোগ দিতেই রেলের এই উদ্যোগ।

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার এই জঙ্গল সাফারি চালানো হবে। সম্পূর্ণ প্যাকেজ ট্যুর হিসেবে সাজানো হয়েছে এই যাত্রা। শিলিগুড়ি জংশন থেকে সকাল ১০টায় যাত্রা শুরু করে ট্রেনটি সোজা পৌঁছবে গয়াবাড়ি স্টেশনে। মহানন্দা অভয়ারণ্যের গভীর জঙ্গলের বুক চিরে আঁকাবাঁকা পথে এগোনোর সময় পর্যটকরা এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। ভাগ্য সুপ্রসন্ন হলে ট্রেনের জানলা দিয়েই দেখা মিলতে পারে হাতি, বাইসন কিংবা হরিণের। এমনকি গভীর জঙ্গলের ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলাও অসম্ভব নয়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে রংটং পর্যন্ত জঙ্গল সাফারি সীমিত থাকলেও, এবার তা গয়াবাড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। যাত্রাপথে সুকনা, রংটং, পাগলাঝোরা এবং তিনধারিয়ার মোহময়ী প্রাকৃতিক রূপ এবং চা বাগানের সতেজ দৃশ্য মুগ্ধ করবে যাত্রীদের। পর্যটকদের সুবিধার্থে এই প্যাকেজের মধ্যেই থাকছে প্রাতরাশ, গয়াবাড়িতে মধ্যাহ্নভোজ এবং বিকেলে চা-কফির সঙ্গে গরম মোমো। যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক সফরের জন্য ট্রেনের কামরায় থাকবেন মহিলা কর্মীরাও। এই বিশেষ ভ্রমণের জন্য মাথাপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,২০০ টাকা। বিকেলের মধ্যেই ট্রেনটি পর্যটকদের নিয়ে পুনরায় শিলিগুড়ি জংশনে ফিরে আসবে।

রবিবার সকালে ডিএইচআর আধিকারিকদের উপস্থিতিতে জঙ্গল সাফারির প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম দিনেই ২৬ জন পর্যটক এই ঐতিহাসিক সফরের সঙ্গী হয়েছিলেন। ট্রেনের অন্দরসজ্জা এবং রেলের আতিথেয়তায় খুশি ভ্রমণার্থীরা। এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্ণধার সঞ্জয় গোস্বামী জানান, রেলের সঙ্গে সাত বছরের চুক্তিতে আপাতত প্রতি শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনগুলিতে এই পরিষেবা চালু রাখা হবে। শৈলশহরের পর্যটনে এই জঙ্গল সাফারি এক নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

_

_

_

_

_

_

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...