নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু করলেন বিরাট কোহলি(Virat Kohli)। এক কথায় ভিন্টেজ কোহলির ৯৩ রানের জোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জয় পেল ভারত। সেইসঙ্গে অনবদ্য ফিনিশারের ভূমিকা পালন করলেন কেএল রাহুল ও হর্ষিত রানা।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। রান তাড়া করার রণকৌশল নেয় ভারত। শেষ পর্যন্ত ৩০০ রানেই থামে কিউয়িদের ইনিংস। ভারতের হয়ে মোট ২টি করে উইকেট নিয়েছেন ভারতের তিন পেসার- সিরাজ, হর্ষিত, এবং প্রসিদ্ধ। এছাড়াও কুলদীপ যাদব পেয়েছেন একটি উইকেট।

জবাবে ব্যাট করতে ভারতের ওপেনিং জুটি বড় রান পেল না। রোহিত শর্মা ২৬ রানে আউট হলেন। ভারতের রান এগিয়ে নিয়ে যান গিল ও বিরাট(Virat Kohli) জুটি। গিল ৫৬ রানে আউট হলেও নিজের ছন্দে খেলতে থাকেন বিরাট। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর। ৯৩ রানে আউট হলেন। সচিন তেণ্ডুলকরের একটি রেকর্ড ভাঙলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের নজির গড়তে পারলেন না। তবে তিন ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রান করে ফেললেন তিনি।
শ্রেয়স ৪৯ রানে আউট হলেন। জাদেজা ৪ রান করে ফিরলেন। শেষ পর্যন্ত রাহুল ও হর্ষিতের ব্যাটে ভর করে ভারত জয় তুলে নেয়। জয়ের মধ্যে চোটের উদ্বেগও থাকল। এই ম্যাচে ফিল্ডিং করার সময় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর চোট পান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বল করার সময় হঠাৎ তাঁর পিঠে টান (ব্যাক স্প্রেইন) লাগে, যার ফলে তাঁকে মাঠ ছাড়তে হয়। পাশাপাশি বোলারদের ফর্মও চিন্তায় রাখবে থিঙ্ক ট্যাঙ্ককে।

এদিকে, বডোদরায় নতুন স্টেডিয়ামে সংর্বধিত হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দুই ক্রিকেটারকে সংবর্ধনা দেয় বডোদরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান জয় শাহ।

–

–

–

–

–


