রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৫ ডিগ্রির ঘরে। নিম্ন চাপের মেঘের কারণেই এই ঘটনা বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। যদিও উত্তুরে হাওয়ার প্রভাব থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট খুব একটা কমার সম্ভাবনা নেই।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উষ্ণতা বাড়বে। পৌষ সংক্রান্তিতে ফের শীতের কামড় অনুভব করবে বঙ্গবাসী। ঘন কুয়াশা চাদরে ঢাকা উত্তরবঙ্গ। এদিন সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে দৃশ্যমানতা কমেছে। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

–
–

–

–

–

–

–

–


