বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের সংস্কৃতিবিষয়ক সম্পাদকও ছিলেন। পরিবারের অভিযোগ পুলিশি নির্যাতনের জেরেই মৃত্যু হয়েছে গায়কের। গত রবিবার ৯ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

গত ১৬ ডিসেম্বর পাবনা শহরের দিলালপুরের নিজের বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করা হয়। পরে গত ৪ আগস্টের একটি বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়। তিনি হৃদ্রোগ, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পাবনা কারাগারের জেল সুপার মহাম্মদ ওমর ফারুক জানান, গত শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরও পড়ুন: ’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

প্রলয় চাকীর ছেলে সোনি চাকী অভিযোগ করেন, কারাগারে তাঁর বাবাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না দাবি করে তিনি বলেন, ‘কারাগারে বাবার অবস্থা গুরুতর হলেও কর্তৃপক্ষ প্রথমে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’
–

–

–

–

–

–

–


