Monday, January 12, 2026

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

Date:

Share post:

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২২ জানুয়ারি থেকে সরস্বতীপুজোর ছুটি স্কুলে। শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি রয়েছে। সেই কারণে ছুটি পড়ার আগেই মেধাতালিকা প্রকাশ করতে চায় কমিশন। জানুয়ারির শেষ থেকেই কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে বলে কমিশন সূত্রে খবর।

৭ জানুয়ারি একাদশ-দ্বাদশের (Eleven Twelve) মেধাতালিকা প্রকাশ করা হবে বলে আগে সুপ্রিম কোর্টে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশের পরে কয়েকজন প্রার্থীদের নতুন করে ইন্টারভিউ এবং ডেমোস্ট্রেশন নেওয়া হয়েছে। একাদশ-দ্বাদশের যে সব চাকরিপ্রার্থী আবেদনের সময় তাঁদের জাতিগত বিভাগ উল্লেখ করেননি, তাঁদের একটি অংশ ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়ার আর্জি জানান। তাঁদের দাবি ছিল, এই জাতিগত বিভাগ লিখলে বিষয়ভিত্তিক কাট অফ নম্বরে তাঁদের নাম উঠবে ও তাঁরা ইন্টারভিউয-এ তথ্য যাচাইয়ে সুযোগ পাবেন। তাঁদের এই আবেদন মঞ্জুর করে হাই কোর্ট। সেই আবেদনের ভিত্তিতে ১৫৪ জন চাকরিপ্রার্থী তথ্য যাচাইয়ের সুযোগ পেয়েছিলেন। এর জেরে চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময়সীমা পিছিয়ে যায়।

একাদশ-দ্বাদশ শিক্ষক (Teacher) নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়। মোট শূন্যপদ ১২৪৪৫টি। কমিশন সূত্রে খবর, ২১ জানুয়ারি একাদশ-দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর হবে কাউন্সেলিং। চাকরিপ্রার্থীরা পছন্দের ভিত্তিতে স্কুল বেছে নিতে পারবেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষ নাগাদই স্কুলে স্কুলে নতুন শিক্ষক শিক্ষিকারা যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
আরও খবরনথির প্রাপ্তি স্বীকার করছে না কমিশন! আরও হয়রানির আশঙ্কা করে জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠি মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...