অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। “ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে কেন?”, বললেন অভয়ার বাবা-মা। এছড়াও তাঁদের সাফ উক্তি, “অনিকেতের নেতৃত্বে আমরা আর সিজিও যাব না।”

আইনি লড়াইয়ে জয়ী হয়ে আর জি কর হাসপাতালেই পোস্টিং পেয়েছিলেন অনিকেত। কিন্তু বর্তমানে তিনি আর জি কর হাসপাতাল থেকে এসআর শিপ ছাড়তে চাইছেন। বন্ড পোস্টিং থেকে বেরিয়ে আসার জন্য ৩০ লক্ষ টাকা দিতে হবে তাঁকে। সেই টাকা দেওয়ার জন্য সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষের থেকে আর্থিক সহযোগিতা চেয়েছেন। এ প্রসঙ্গে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন অভয়ার বাবা-মা।

অভয়ার মা বলেন, “অনিকেত যা করছেন তা আমরা ভালোভাবে নিইনি। ও লড়াই করে আর জি কর হাসপাতালেই পোস্টিং পেয়েছিল। লড়াই জেতার আনন্দ না নিয়ে ছেড়ে দিল। মানুষের কাছে বলল টাকার দরকার। আমি অভয়া আন্দোলন করেছি, আমাকে টাকা দিন।” তাঁর প্রশ্ন, “ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে কেন? আমরা এর তীব্র বিরোধিতা করি।” অনিকেতের ডাকে আর তাঁরা সিজিও কমপ্লেক্সে যাবেন না। অভয়ার মায়ের কথায়, “সিজিও অফিস যাব। পরে যাব। অনিকেতের নেতৃত্বে অভয়ার বাবা-মা কখনওই যাবে না। আমরা কোনও রাজনীতি চাই না। আমাদের ডাকে সবাই আমাদের সঙ্গে আসবেন। কিন্তু আমরা কারও সঙ্গে যাব না।” আরজি করে চিকিৎসক তরুণীকে ধর্ষণ-খুনের পর রাজ্য জুড়ে যে গণআন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম মুখ ছিলেন অনিকেত। তাঁর বিরুদ্ধেই এবার সুর চড়ালেন অভয়ার বাবা-মা।
আরও পড়ুন- বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

_

_

_

_

_

_
_


