ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে শীর্ষ আদালতের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করেন। এসআইআর-কে কেন্দ্র করে বাংলায় বিএলও (BLO) আত্মহত্যা থেকে শুরু করে সাধারণ মানুষের মৃত্যুর খবর মিলেছে। শুনানিতে গিয়ে সমস্যায় পড়ছেন অসুস্থ ও বয়স্করা। ৬টি হিংসার ঘটনা ঘটেছে। ঠিক কোন ঘটনার জন্য আইনজীবী সুপ্রিম দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা স্পষ্ট নয়। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kant) জানিয়েছেন দ্রুত শুনানি সম্ভব নয়। আগামী সোমবার (১৯ জানুয়ারি) পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানির দিনই এই মামলারও শুনানি হবে। এদিন দুপুরে বিহার এসআইআর মামলার শুনানির সময় আইনজীবীর কথা শোনা হবে খবর মিলেছে।

–

–
–

–

–

–

–

–

–


