রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় সঙ্গে সঙ্গে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ল্যাবরেটরি সহায়তা, নজরদারি বৃদ্ধি, রোগী ব্যবস্থাপনা, সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা (IPC) এবং বিশেষজ্ঞ নির্দেশনার ব্যবস্থা তৎপরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

পাশাপশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় কেন্দ্র ও রাজ্যের ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার গুরুত্ব জোর দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া, জাতীয় যৌথ প্রতিক্রিয়া দল (National Joint Outbreak Response Team) ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। রাজ্যকে নিপা ভাইরাস প্রতিরোধের মানক প্রটোকল সরবরাহ করা হয়েছে, যাতে দ্রুত এবং কার্যকরভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, সতর্কতা অবলম্বন এবং কেন্দ্র–রাজ্য সমন্বয়ই সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধের মূল চাবিকাঠি। জনসাধারণকেও প্রয়োজন অনুযায়ী সচেতন থাকার এবং সন্দেহজনক ক্ষেত্রে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন – কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল

_

_

_

_

_
_


