উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে। সেমেস্টার পদ্ধতি এবং পুরানো বার্ষিক পদ্ধতি-দুইয়ের ক্ষেত্রেই এক নিয়ম। এছাড়াও দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশিকা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে-

- স্ট্যাটিসটিকসের প্র্যাকটিক্যাল পরীক্ষা ৬ মার্চ
- ২৮ জানুয়ারি প্র্যাকটিক্যালের সাদা উত্তরপত্র বিলি করা হবে
- শুধুমাত্র স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্র্যাকটিক্যালে কোনও উত্তরপত্র থাকবে না
- পুরানো সিলেবাস অনুযায়ী যে পড়ুয়ারা আগের বছর প্র্যাকটিক্যালে উত্তীর্ণ হয়েছিলেন, তাঁদের নতুন করে আর পরীক্ষার দরকার নেই
- ৫ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে প্র্যাকটিক্যালের প্রাপ্ত নম্বর পাঠিয়ে দিতে হবে সংসদে।
এদিকে বিশেষ চাহিদা সম্পন্নদের রাইটার বা অনুবাদক নেওয়া এবং বাড়তি সময় চাওয়ার নিয়মাবলীও প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলের মাধ্যমেই অনলাইনে সেই আবেদন জানাতে পারবে পরীক্ষার্থীরা। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের অন ডিউটি লিভও সর্বোচ্চ কত থাকবে, তাও জানিয়েছে সংসদ। প্রধান পরীক্ষক সর্বোচ্চ ২১ দিন, পরীক্ষকরা ৩ দিন, স্ক্রুটিনাইজাররা ১০ দিন, জেলা উপদেষ্টা কমিটির শিক্ষকরা ১৬ দিন এবং সংসদের মনোনীত প্রতিনিধি বা কাউন্সিল নমিনিরা সর্বোচ্চ ১৩ দিন অন ডিউটি ছুটি পাবেন।
আরও পড়ুন- যে কোনও উপায়ে দেশে ফিরে যান: ইরানে ভারতীয়দের জন্য নির্দেশ জারি

_

_

_

_

_

_


