আশঙ্কা সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই রক্তচক্ষু দেখা না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে বিন্দুমাত্র তার তোয়াক্কা করেন না তার প্রমাণ মিলল বুধবার। তেহরানের যুবকের মৃত্যুদণ্ডের (Iran protester will be executed today) সিদ্ধান্তে অবিচল রইল খামেনেইয়ের প্রশাসন। সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়ার অপরাধে ফাঁসিকাঠে ঝোলানো হবে সোলতানিকে (Erfan Soltani)। শেষ সাক্ষাতের জন্য পরিবারকে মাত্র ১০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে খবর। গত ৮ জানুয়ারি ইরফানকে গ্রেফতার করা হয়। তাঁকে কোন আইনজীবী দেওয়া হয়নি। আগেই ঘোষণা করা হয়েছিল মৃত্যুদণ্ড দেওয়ার কথা, বুধবার তা কার্যকর হচ্ছে। এই ঘটনার পরি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছে ইরানের মানবাধিকার সংগঠনের একাংশ।



