ফের কলকাতা হাই কোর্টে (Caltutta High Court) জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার, নবান্নের (Nabanna) সামনে ধর্না কর্মসূচির আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। বুধবার, বিচারপতি শুভ্রা ঘোষের (Subhra Ghosh) বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় নবান্নের সামনে ধর্নার অনুমতি দেওয়া যাবে না। বিকল্প জায়গা খুঁজে নেওয়ার প্রস্তাবও দেয় আদালত।

আইপ্যাকের (IPAC) অফিসে ইডির তল্লাশির (ED Raid) সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতি-সহ একাধিক ঘটনার প্রতিবাদে শুক্রবার নবান্নের সামনে ধর্না কর্মসূচি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দুরা (Suvendu Adhikari)। এদিন, শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, নবান্নর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। কারণ আইনশৃঙ্খলা এবং যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। বিকল্প হিসেবে বিচারপতি প্রস্তাব দেন, নবান্ন বাসস্ট্যান্ড বা মন্দিরতলায় ধর্না করা যেতে পারে। কারণ, এই জায়গাগুলিতে প্রশাসনিক কাজে সরাসরি বাধা তৈরি হওয়ার সম্ভাবনা কম। শুনানিতে বিচারপতি ঘোষ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। বলেন, “অন্য কোথাও আইন মানা হয়নি- এই যুক্তিতে আমিও আইন মানব না, এটা হতে পারে না।”
আরও খবর: SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

নবান্নের সামনে ধর্নার প্রস্তাব নাকচ করা হলেও, বিকল্প জায়গায় কর্মসূচির পথ খোলা রাখল হাই কোর্ট। নবান্ন বাসস্ট্যান্ড অথবা মন্দিরতলা- কোথায় ধর্না করতে চায় বৃহস্পতিবার আদালতে জানাতে হবে মামলাকারীদের। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
–

–

–

–

–



