বৃহ্স্পতিবার থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ(U19 World cup)। আয়ূষ মাত্রের নেতৃত্বে ভারতীয় দল খেললেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। রঞ্জি ট্রফি থেকে আইপিএলে নজর কে়ড়েছেন, এবার বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চেনাতে তৈরি বৈভব। ১৪ বছর বৈভব কিন্ত দ্বিতীয়বার যুব বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না।

যুব বিশ্বকাপ অনূর্ধ্ব ১৯ দলের হয়। দুই বছর অন্তরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হয়। দুই বছর বৈভবের বয়স হবে ১৬ ফলে অনায়াসেই খেলার কথা বৈভবের(Vaibhav Suryavanshi)। কিন্তু বিসিসিআইয়ের নিয়মের জাঁতাকলে পড়ে আর যুব বিশ্বকাপ খেলাই হবে না বৈভবের।

২০১৬ সালে বিসিসিআইয়ের পক্ষ থেকে নিয়ম করা হয়, কোনও ক্রিকেটার একবারের বেশি ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে পারবে না। রাহুল দ্রাবিড় এই নিয়ম করেছিলেন। তাঁর পরিকল্পনায় এই নিয়মের মূল উদ্দেশ্য, ভারতের আরও প্রতিভাকে তুলে আনা। একই সঙ্গে তাদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া।
এর ফলে অতীতে ওয়াশিংটন সুন্দর, মহীপাল লোমরু বয়স থাকলেও তারা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে পারেননি। একই নিয়ম বলবত হবে বৈভবের ক্ষেত্রেও। ফলে যুব বিশ্বকাপ জেতার সুযোগ একবারই পাবেন বৈভব। বৃভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ম্যাচ দিয়ে।

–

–

–

–

–

–


