বৈঠক নিষ্ফলা, মাসের প্রতি শনি-রবিবার ছুটির দাবিতে ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) হচ্ছেই। ফলে বছরের প্রথম মাসের শেষ সপ্তাহেটানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। রাজ্যে পাঁচদিন। প্রভাব পড়বে এটিএম পরিষেবাতেও (ATM service)।

আগামী ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো (Saraswati Puja)। তারপরের দিন ২৪ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ব্যাঙ্ক এমনিতেই বন্ধ। ২৫ জানুয়ারি রবিবার। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ। এরপর মঙ্গলবার অর্থাৎ ২৭ তারিখ ধর্মঘট ডাকা হয়েছে। ব্যাঙ্কের বিভিন্ন সংগঠনের দাবি, এক শনিবার কাজ আর এক শনিবার ছুটি— এই নির্দেশ পাল্টানো হোক। সপ্তাহে পাঁচদিন কাজ হোক। প্রতি শনি ও রবি ব্যাঙ্ক বন্ধ থাকুক। পরিবর্তে কাজের পাঁচদিন অতিরিক্ত ৪০ মিনিট পরিষেবা দেওয়া হবে।

–
–

–

–

–

–

–

–


