SIR শুনানির জেরে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লক! বৃহস্পতিবার চাকুলিয়ার কাহাটা এলাকায় শুনানি নোটিশের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এই অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে। বিডিও অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় শুনানির পর ‘legal discrepancy’-র কারণ দেখিয়ে ফের বহু ভোটারকে নতুন করে শুনানি নোটিশ পাঠানো হয়েছে। এই পুনরায় নোটিশ জারিকে কেন্দ্র করে আতঙ্ক ও হয়রানির আশঙ্কায় ভুগছেন সাধারণ ভোটাররা। নির্বাচন কমিশনের এই নির্দেশিকার বিরোধিতা করেই এদিন তাঁরা রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন এবং অবিলম্বে এই শুনানি নোটিশ প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ ধীরে ধীরে আরও তীব্র আকার নেয়। রাস্তা অবরোধের পাশাপাশি বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে চাকুলিয়া ব্লক অফিস চত্বরে। সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্লক অফিসে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও পড়ুন: IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাকুলিয়া থানার পুলিশ। তবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও গণ্ডগোল শুরু হয়। এই সংঘর্ষে চাকুলিয়া থানার আইসি আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে পুলিশ সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
–

–

–

–

–

–

–


