Thursday, January 15, 2026

একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়েছেন মেরি! প্রাক্তন স্বামীর বিস্ফোরক অভিযোগ

Date:

Share post:

বিবাহ বিচ্ছেদ ঘটে গেলেও নতুন করে তিক্ততা শুরু হয়েছে মেরি কম(Mery Kom) এবং তাঁর প্রাক্তন স্বামী কারুং অনলারের মধ্যে। মেরির বিরুদ্ধে পরকীয়া এবং বিবাহ বর্হিভূত সম্পর্কের একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন স্বামী। ফের একবার মুখ খুললেন কারুং অনলা(Karun Onla), পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বস্কারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।২০২৩ সালের শেষ থেকে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে গিয়েছিল কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে আবার জল ঘোলা হতে শুরু করেছে।

একটি সর্বভারতীয় ইংরেজি সাংবাদ মাধ্যমে মেরি কমের( Mery Kom) প্রাক্তন স্বামী বলেছেন, “আমি তাঁর গাড়ির চালক ছিলাম। আমি তার রাঁধুনি ছিলাম। আমি সবকিছুই করতাম। আমাদের পরিবারের জন্য আমি সব কিছু করতাম। আমি তাঁর কর্মচারী হিসাবেই পরিচিত ছিলাম। ভালোবাসা এবং পরিবারের জন্যই আমি সব কিছু সহ্য করেছি। আমাদের প্রথাগত আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপরেও সে অসম্মানজনক কষ্টদায়ক কথাবার্তা বলছে। এমন অশোভন এবং অসম্মানজনক কথা তাঁর থেকে প্রত্যাশিত নয়।’’

এর আগেও অনলা বলেছেন, “২০১৩ সাল থেকে এক জুনিয়র বক্সারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল মেরি। সেই নিয়ে আমার সঙ্গে অনেক বিবাদ হয়েছিল।’’ এখানেই শেষ নয়। অনলা আরও জানিয়েছেন, ‘‘২০১৭ থেকে নিজের বক্সিং অ্যাকাডেমিতে নিযুক্ত এক কর্মীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল। ওদের হোয়াট্স‌অ্যাপ চ্যাটের প্রমাণ রয়েছে আমার কাছে। কিন্তু আমি চুপ করে থেকেছি।”

মেরি কমের বিরুদ্ধে একের পর এক পরকীয়ার অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন স্বামী। ২০২৩ সালে দুই সন্তানের মা হওয়ার পরও এক জুনিয়র বক্সারের সঙ্গে সম্পর্কে জড়ান, কিন্তু ভাবমূর্তি রক্ষার জন্য চুপ থাকেন তাঁর স্বামী, এরপর তাঁর অ্যাকাডেমির একজনের সঙ্গে সম্পর্কে জড়ান মেরি, বর্তমানে তাঁর ব্যবসায়িক পার্টনার হিতেশ চৌধুরির সঙ্গে সম্পর্কে আছেন মেরি, এমনই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায়।

পাল্টা সাক্ষাৎকারে মেরি বলেন, “সফল কেরিয়ার তো দূরের কথা। অনলার রাস্তায় ফুটবল খেলত। সত্যি কথা বলতে একটাও পয়সা রোজগার করেনি। কোনও আত্মত্যাগ নেই, কোনও অবদান নেই। দিন রাত শুধুই ঘুমাতো।  আমার খারাপ লাগত খুব। আমি অনেক উপার্জন করেছি, বিশ্বাস করে সমস্ত অর্থ তুলে দিয়েছিলাম ওর হাতে। ”

spot_img

Related articles

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেনের আত্মীয়কে তলব

গত বছরের জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের দ্বন্দ্ব। সেদিনের দুর্ঘটনার তদন্তের কারণে...

সেবাশ্রয়ে মাথাটা দেখিয়ে যান: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে মোক্ষম খোঁচা অভিষেকের

ওষুধ খেতে হবে না। নন্দীগ্রামে সেবাশ্রয়ে এসে মাথাটা দেখিয়ে যান। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীকে...