‘গঙ্গাসাগর মেলা ২০২৬’ উপলক্ষ্যে ডাক বিভাগের (Postal Service Department) পশ্চিমবঙ্গ সার্কেলের তরফে একটি বিশেষ ফিলাটেলিক কভার এবং বিশেষ ডাকটিকিট (Postal Stamp) বাতিলের সিল প্রকাশ করা হয়েছে। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে আয়োজিত এই বার্ষিক মেলার আধ্যাত্মিক গুরুত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ।

‘গঙ্গাসাগর মেলা: ঐতিহ্য, ভক্তি, আবেগ এবং আধ্যাত্মিক বিশ্বাসের এক মহামিলন‘ শীর্ষক এই বিশেষ কভারটি বৃহস্পতিবার কলকাতা জেনারেল পোস্ট অফিস (GPO)-এ উন্মোচন করেন ডাক পরিষেবা বিভাগের (Postal Service Department) মহানির্দেশক জিতেন্দ্র গুপ্ত। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের এই বিশেষ কভারটির নকশায় ঐতিহাসিক কপিলমুনি মন্দির এবং ‘মহাস্নানে’র দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই বিশেষ কভারটি এখন থেকে কলকাতা জিপিও-র ফিলাটেলিক ব্যুরোতে বিক্রির জন্য রাখা থাকবে।
–

–

–

–

–

–

–


