Thursday, January 15, 2026

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

Date:

Share post:

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন দুই প্রবীণ। একই দিনে খাস কলকাতায় অতিরিক্ত কাজের চাপ সইতে না পেরে অস্বাভাবিক মৃত্যু হল এক বিএলও-র। পরপর এই ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বৃহস্পতিবার এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যু হয়েছে পুটু শেখ (৬৪)-এর। পরিবার সূত্রে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকায় নামের বানানে সামান্য ভুল থাকায় তাঁর নামে শুনানির নোটিশ জারি করা হয়েছিল। শুধু পুটু শেখ নন, পরিবারের একাধিক সদস্যকেও ওইদিন শুনানিতে ডাকা হয়। বৃহস্পতিবার দুপুর নাগাদ পরিবারের লোকজন সামশেরগঞ্জ বিডিও অফিসে শুনানির লাইনে দাঁড়িয়ে থাকার সময় রামেশ্বরপুর-চাচন্ড গ্রামে বাড়িতে একা থাকা পুটু শেখ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃতের পুত্রবধূ জানান, পরিবারের একাধিক সদস্যের নাম শুনানির তালিকায় থাকায় তিনি দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন। সেই আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।

একই জেলার লালগোলায় এসআইআর শুনানির পর থেকেই প্রবল মানসিক চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রবীণা সাবেরা বিবির। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার তাঁর শুনানির নোটিশ আসে। নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। শুনানির দিন লাইনে দাঁড়িয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাবেরা বিবির। তাঁর মৃত্যুতে পরিবার শোকস্তব্ধ।

অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতার পাটুলিতে এসআইআরের অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে অশোক দাস নামে এক বিএলও-র অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যাদবপুর বিধানসভার ১১০ নম্বর পার্টের বিএলও অশোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। স্ত্রীর অভিযোগ, পাহাড়প্রমাণ কাজের চাপ ও মানসিক চাপে ভেঙে পড়েছিলেন অশোক। সেই চাপই শেষ পর্যন্ত প্রাণ কাড়ল বলে পরিবারের দাবি। অশোক দাসের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

পরপর এই মৃত্যুর ঘটনায় এসআইআর শুনানি ও সংশ্লিষ্ট কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনিক চাপ ও মানসিক আতঙ্কে সাধারণ মানুষ ও কর্মীদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন বিভিন্ন মহল।

আরও পড়ুন – সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...

নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ 

২০১৬-র শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। যার জেরে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রাজ্যের...

তামিমকে অপমান, ক্রিকেটারদের কড়া অবস্থানে কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিবি

টি২০ বিশ্বকাপের আগে গৃহযুদ্ধে জেরবার বাংলাদেশ ক্রিকেট। কর্তা বনাম ক্রিকেটারদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারকে অসম্মান করার...