বিতর্কিত মন্তব্য করে বারবার খবরে শিরোনামে উঠে আসেন র্যাপার গায়ক হানি সিং (Yo Yo Honey Singh)। মাঝে কিছুদিন এসব থেকে নিজেকে বিরত রাখলেও ফের চর্চায় তিনি। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে শীতের রাতে গাড়িতে সেক্স করার নিদান। বেজায় চটেছে নেটপাড়া। বিরক্তি প্রকাশ করেছেন গায়কের অনুরাগীদের একাংশও। সোশ্যাল মিডিয়া (Social media) ব্যবহারকারীরা বলছেন, কনসার্টে গিয়ে দায়িত্বজ্ঞানহীন ভাবে এত অশালীন আচরণ কী করে করতে পারেন হানি? নিন্দার ঝড় সর্বত্র। সাফাই দিতে গিয়ে যৌন বিশেষজ্ঞদের প্রসঙ্গ টেনে এনেও রেহাই পাননি গায়ক।

মেডিক্যাল এমার্জেন্সিতে মহাশূন্য থেকে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ নভশ্চর

বলিউড গায়ক (Bollywood Singer) সম্প্রতি দিল্লিতে একটি কনসার্ট চলাকালীন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বলেন, “উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। তবে বন্ধুরা প্লিজ, কন্ডোম ব্যবহার করবেন। নিরাপদে থাকবেন।” এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই গায়কের মন্তব্যের নিন্দায় সরব সোশ্যাল মিডিয়া। চাপে পড়ে হানি ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি জানান যৌন বিশেষজ্ঞদের পরামর্শতেই তিনি গাড়িতে সেক্স করার নিদান দিয়েছিলেন। এরপর বিতর্ক আরও বেড়েছে। বলিউডের ‘দেশি কালাকার’ জানিয়েছেন, অনিরাপদ যৌনতার কারণে অনেক তরুণ-তরুণীই বর্তমানে যৌনরোগে ভুগছেন, আর তাই জেন জি’দের ভাষায় সেফ সেক্সের কথা বলতে চেয়েছিলেন তিনি। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
–

–

–

–

–

–

–
–


