আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ( ICC T20 World Cup)। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই শুরু আইসিসির মেগা ইভেন্ট। কিন্তু এখনও বাংলাদেশকে নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়নি। এই পরিস্থিতিতে আলোচনার জন্য বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। উদ্ভূত সমস্যা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা।

বিসিসিআই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ মুহাম্মদ ইউনূস সরকার। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আফিস নজরুল জানিয়েছেন, “বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আমাকে জানিয়েছেন, আইসিসির একটি প্রতিনিধি দল আমাদের এখানে আসতে পারে। কিন্তু তাতেও আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হবে না। আমরা বিশ্বকাপ( ICC T20 World Cup) অবশ্যই খেলতে চাই কিন্তু সেটা শ্রীলঙ্কায়। আমার মনে হয় না এই পরিবর্তন করতে আয়োজকদের কোনও অসুবিধা হবে।”

এর আগে ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছিল বিসিবি। এরপর দুই পক্ষের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনায় হয়। সবশেষ ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল আইসিসি। তবে বাংলাদেশ বোর্ড নিজেদের অবস্থানে অনড় বলেই জানিয়েছে।

খুব একটা ভালো জায়গায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের মধ্যেই এখন গৃহযুদ্ধ চলছে। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন বলে দাবি তুলেছে বিসিবি। নিজেদের অবস্থানে অনড় থেকে লিটন দাসদের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে পাঠাতে তারা রাজী নয়।

যদিও সূত্রের খবর, আইসিসি মনে করছে ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, নিজের দেশেই সুরক্ষিত নন মুস্তাফিজুর রহমানরা! সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হুমকির পরিমাণও বাড়ছে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই তামিল ইকবালকে কুকথা বলার জন্য কর্তাকেই পদ থেকে সরাতে হয়েছে বিসিবিকে।

–

–

–
–


