Friday, January 16, 2026

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুনর্নির্বাচন নয়

Date:

Share post:

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible ink) তুলে দিয়ে কত মানুষ একাধিকবার ভোট দিয়েছেন, সেই উত্তর। এমনকি কোনওভাবে অভিযোগ উঠে আসা এলাকায় পুণর্নির্বাচন হবে না, স্পষ্ট জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

২৯ পুরনিগম নির্বাচনে লোকসভা ও বিধানসভা নির্বাচনের একই ধারা প্রায় অব্যাহত। ফলাফলের গতিপ্রকৃতি প্রকাশ্যে আসা শুরু হয়েছে। তবে এই ফলাফল মহারাষ্ট্রের দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের ফল, স্পষ্ট দাবি করেছিলেন শিবসেনা ইউটিবি প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। তার একাধিক কারণ বৃহস্পতিবার ভোটদানের পরে যেমন তিনি তুলে ধরেছিলেন, তার অন্যতম ছিল একই ভোটারের একাধিকবার ভোট দানের অভিযোগ। নির্বাচন কমিশনের দেওয়া আঙুলের কালি মুছে আবার ভোট দেওয়ার অভিযোগ একাধিক জায়গা থেকে এসেছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

আদতে সেই সব অভিযোগকে যে গুরুত্ব দেয় না নির্বাচন কমিশন, বুঝিয়ে দিলেন মহারাষ্ট্রের নির্বাচনী আধিকারিক দীনেশ বাগমারে। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় কোথাও এইসব ক্ষেত্রে পুণর্নির্বাচন হবে না। দায় সেরে কমিশন (state election commission) জানায় এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে। সেই সঙ্গে যে সংস্থা এই কালি (indelible ink) সরবরাহ করে তাঁদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনের আগেই বিজেপি জোটের ৬৮ প্রার্থী জয়ী! মহারাষ্ট্রে তদন্তের নির্দেশ কমিশনের

সেই সঙ্গে কমিশনের তরফে জানানো হয়, যাঁরা আঙুলের কালি মুছে দ্বিতীয়বার ভোট দিয়েছেন, তাঁদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কিন্তু কোথায় বা কারা এই কাজ করেছেন, তাঁদের কীভাবে আইনের আওতায় আনবে মহারাষ্ট্রের নির্বাচন কমিশন, তা স্পষ্ট করতে পারেননি বাগমারে।

spot_img

Related articles

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...

ISL: বেতন কমাচ্ছে একাধিক দল, দুই প্রধানের প্রস্তুতিতে জোর

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের...

সুপ্রিম নির্দেশে মিটছে রাজ্যের স্থায়ী উপাচার্য সমস্যা

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগকে কেন্দ্র করে অবসান হতে চলেছে জটিলতার। শীর্ষ...