সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগকে কেন্দ্র করে অবসান হতে চলেছে জটিলতার। শীর্ষ আদালতের (Supreme Court) স্পষ্ট নির্দেশ, বাকি ৩টি বিশ্ববিদ্যালয়ের (University) স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে আচার্যকে আলোচনা করতে হবে রাজ্য সরকারের সঙ্গে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী এই নির্দেশ দিয়েছেন। যে ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে জট কেটেছে, সেখানে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে৷ বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত গোটা বিষয়ে তদারকি করবে সুপ্রিম কোর্ট নিযুক্ত সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি৷

রাজ্যে ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা ছিল। এর মধ্যে আচার্য ও রাজ্য সরকারের দ্বিপাক্ষিক আলোচনায় ৮টি বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই তথ্য জানান রাজ্য সরকার এবং আচার্যর তরফে সওয়াল করা দুই বর্ষীয়ান আইনজীবী। এই ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বাকি ৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান করার জন্য চেষ্টা চালাবেন সার্চ এন্ড সিলেকশন কমিটির প্রধান প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। চার সপ্তাহে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করবেন তিনি।
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান করার জন্য উদ্যোগী হয়ে সার্চ কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। এই কমিটিই রাজ্য সরকার এবং আচার্য্যের সঙ্গে আলোচনা করে উপাচার্য নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান করে।

–

–

–

–

–

–


