Friday, January 16, 2026

কোন কোন OBC শংসাপত্র গ্রহণযোগ্য? বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় OBC শংসাপত্রের বৈধতা সংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায় মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এসআইআর  প্রক্রিয়ায় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে, তা নিয়ে একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে ইস্যু হওয়া OBC শংসাপত্রগুলি কলকাতা হাই কোর্টের রায় অনুযায়ী বৈধ দলিল হিসেবে গণ্য হবে এবং SIR প্রক্রিয়ায় এই শংসাপত্রের ভিত্তিতে ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি করা যাবে। একই সঙ্গে সমস্ত জেলা নির্বাচন আধিকারিক ও ERO-দের আদালতের নির্দেশ কঠোরভাবে মানার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ ছিল, ২০১০সালের আগে ইস্যু করা ওবিসি শংসাপত্রগুলি ৬৬টি শ্রেণির ক্ষেত্রে বৈধ নয়। সেই কারণে ২০১০ সালের আগে যেসব ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছিল, সেগুলি এসআইআর প্রক্রিয়ায় গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

আদালতের নির্দেশের পর রাজ্য সরকার নতুন করে পিছিয়ে পড়া শ্রেণির তালিকা নির্ধারণের জন্য সমীক্ষা চালায় এবং বিজ্ঞপ্তি জারি করে। সেই নতুন তালিকার ভিত্তিতেই ২০১০ সালের পর থেকে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্রগুলিকে আইনগতভাবে বৈধ বলে গণ্য করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশন এসআইআর ২০২৬-এর জন্য এই নতুন নথিভিত্তিক শংসাপত্র গ্রহণের অনুমোদন দিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে এসআইআর প্রক্রিয়ায় ওবিসি পরিচয়ের ভিত্তিতে দাবি-আপত্তি জানানো ভোটারদের ক্ষেত্রে আর অনিশ্চয়তা থাকছে না বলে প্রশাসনিক মহলের মত। আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সমন্বয়ে নেওয়া এই পদক্ষেপ এসআইআর প্রক্রিয়াকে আইনগতভাবে মজবুত করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

spot_img

Related articles

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...

ISL: বেতন কমাচ্ছে একাধিক দল, দুই প্রধানের প্রস্তুতিতে জোর

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের...