বরফে জমে যাওয়া হ্রদের উপর অ্যাডভেঞ্চার করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখিন কেরালার একদল পর্যটক। প্রবল ঠাণ্ডায় অরুণাচলের সেলা হ্রদের উপরে বরফের আস্তরণ পড়ে গিয়েছে গত কয়েকদিন ধরেই। তবে বরফের নিয়মে সামান্য নিচেই গভীর সেলা হ্রদের (Sela lake) জল যে কোনও দুর্ঘটনার জন্য় অপেক্ষা করে। সেই হ্রদের বরফ ভেঙে জলে তলিয়ে গেলেন কেরলের দুই পর্যটক (tourists)। শুক্রবার দিনভর অনুসন্ধান করেও তলিয়ে যাওয়া (drowning death) দুজনের মধ্যে একজনের দেহ খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে উদ্ধার হয় সেই দেহ।

অরুণাচলের (Arunachal Pradesh) সেলা হ্রদের জল প্রতি বছরই এই সময়ে জমে যায় উপরের অংশে। ফলে প্রশাসনের তরফ থেকে হ্রদের উপর হাঁটা বা দৌড়নোর উপর নিষেধাজ্ঞা জারি থাকে। ঠিক সেভাবেই নিষেধাজ্ঞা জারি ছিল অরুণাচল প্রশাসনের তরফ থেকে। শুক্রবার সেখানে কেরল থেকে সাতজনের একটি দল সেলা হ্রদে ঘুরতে যায়। তারা নিষেধাজ্ঞা উড়িয়েই তারা হ্রদের উপর হাঁটাচলা ও খেলাধূলো শুরু করে।

সেই সময়েই এই বিপত্তি ঘটে। জমা বরফের একটি অংশ ভেঙে গিয়ে তিনজন বরফের আস্তরণের (frozen lake) নিচের জলে পড়ে যায়। একজন কোনও ক্রমে উপরে উঠে আসে। বাকি দুজন তলিয়ে যায় হ্রদের জলে। দ্রুত স্থানীয় প্রশাসনে ও ভারতীয় সেনা উদ্ধারের কাজ শুরু করে। তবে হ্রদের জলের তলায় উদ্ধারকাজ সাধারণত খুবই কঠিন হয়। তা সত্ত্বেও এসএসবি (SSB), কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের কাজ চালায় রাতের অন্ধকার নামা পর্যন্ত। উদ্ধার হয় একটি মৃতদেহ। পরে শনিবার সকালে ফের উদ্ধারকাজ শুরু হলে দুপুরের দিকে উদ্ধার হয় দ্বিতীয় ব্যক্তির দেহ।
আরও পড়ুন : গোয়ায় খুন একই নাম-বয়সের ২ রাশিয়ান যুবতী! জালে অভিযুক্ত রুশ নাগরিক

জানা গিয়েছে কেরলের পর্যটকদের দলটি শুক্রবার দুপুরে সেলার উপর নেমেছিল। শনিবার উদ্ধার হওয়া যুবকের নাম দিনু (২৬)। তাঁর দেহ দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিমি দূরে উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে উদ্ধার হয় মহাদেব (২৪) নামে যুবকের দেহ। পর্যটকদের দলটি অসম হলে তাওয়াং যায়। সেখান থেকেই সেলা হ্রদে ঘুরতে গিয়ে দুঃসাহসিকতার জন্য প্রাণ গেল দুজনের।

STORY | Two Kerala tourists drown after slipping into frozen Sela Lake in Arunachal Pradesh
Two tourists from Kerala drowned in the Sela Lake in Arunachal Pradesh’s Tawang district on Friday, police said. The body of one of them was recovered, while a search was underway to… pic.twitter.com/8jBhxu8NRH
— Press Trust of India (@PTI_News) January 16, 2026
–

–

–

–


