Saturday, January 17, 2026

এসআইআর-এর চাপ! নন্দীগ্রাম-ইলামবাজারে গণইস্তফা বিএলওদের 

Date:

Share post:

এসআইআর পর্বে দুর্ভোগ শুধু ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বাড়ছে বুথ লেভেল অফিসারদের (বিএলও) মধ্যেও। নির্বাচন কমিশনের তরফে প্রতিনিয়ত নিত্যনতুন নির্দেশ আসছে, অভিযোগ— তার অনেকটাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। স্বল্প সময়ের মধ্যে বিপুল কাজের চাপ, তার সঙ্গে ভোটারদের অসন্তোষ এবং উপরতলার প্রশাসনিক চাপ— এই ত্রিমুখী চাপে কার্যত জেরবার বিএলওরা। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের গণইস্তফার ঘটনা শুরু হয়েছে।

শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-২ নম্বর ব্লকে একযোগে গণইস্তফা দেন ৭০ জন বিএলও। জানা গিয়েছে, ওই ব্লকে মোট ১০৭ জন বিএলও কর্মরত। তাঁদের মধ্যে এই ৭০ জন নিজেদের ইস্তফাপত্র বিডিও-র কাছে জমা দেন। একই দিনে বীরভূমের ইলামবাজার ব্লক উন্নয়ন আধিকারিকের দফতরেও গিয়ে প্রায় ৭০ জন বিএলও একযোগে ইস্তফাপত্র জমা দিয়েছেন।

বিএলওদের অভিযোগ, শুরুতে তাঁদের দায়িত্ব ছিল তথাকথিত ‘আনম্যাপড’ ভোটারদের ডেকে শুনানি নেওয়া ও তথ্য যাচাই করা। সেই কাজ শেষ হওয়ার পর হঠাৎ করে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে বিভ্রান্তিকর তথ্য পাঠানো হচ্ছে। কোথাও বাবা-মায়ের নামের অমিল, কোথাও পরিবারের সদস্যসংখ্যা, আবার কোথাও ভোটারের সন্তানসংখ্যা বা অতিরিক্ত পরিবারের সদস্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এইসব প্রশ্ন নিয়ে ভোটারদের কাছে যেতে গিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁদের।

বিএলওদের দাবি, অনেক জায়গায় মানসিক হেনস্থার পাশাপাশি শারীরিক নিগ্রহের অভিযোগও উঠছে। অতিরিক্ত চাপের জেরে কেউ কেউ চরম সিদ্ধান্তের পথও বেছে নিচ্ছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে পাঠানো মৌখিক নির্দেশ আর মানা সম্ভব নয়— স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন বিএলওরা। তাঁদের দাবি, বিডিও-র তরফে লিখিত ও স্পষ্ট নির্দেশিকা না পাওয়া পর্যন্ত এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

এই দাবিতেই নন্দীগ্রাম-২ ব্লক এবং ইলামবাজারে গণইস্তফা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিএলওরা। একাধিক জায়গায় এই ধরনের ইস্তফার ঘটনায় এসআইআর-এর শেষপর্বের কাজ কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহলে।

ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার বলেন, বিএলওরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। কাজের চাপ অত্যধিক হলেও সকলকে অনুরোধ করা হয়েছে, যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন – মা উড়ালপুলে ফের দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, আহত ৩

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বেলডাঙায় অশান্তির ঘটনায় গ্রেফতার ৩০! সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা পুলিশ সুপারের 

বেলডাঙায় তাণ্ডবের ঘটনার পর এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই...

ভিড়ের মাঝেই অসুস্থ কর্মী! অভিভাবকের মতো আগলালেন অভিষেক

সভায় ঝাঁঝাঁলো ভাষণের মাঝে এক অনুগামীর অসুস্থতা চোখ এড়ায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিভাবকের মতোই তাঁকে আগলালেন। বহরমপুরের মঞ্চে তখন...

ভুল না পরিকল্পিত! কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পরালেন না মুখ্যমন্ত্রী

মণীশ কীর্তনীয়া বাংলার প্রতি এতটুকু অপমান তিনি কোনোদিন মেনে নেননি আর কখনও নেবেনও না। শনিবার ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, আহত ৩

অনিয়ন্ত্রিত গতির জেরে ফের একবার দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে রুবির দিক থেকে আসা একটি গাড়ি প্রথমে ডিভাইডার...