Saturday, January 17, 2026

অ্যাকাডেমির মক্কা দর্শন থেকে টলিউড পরিচালকরা: অকপট ‘নাটককার’ ব্রাত্য

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার আলোড়ন ফেলা গুরুত্বপূর্ণ কিছু নাটক তাঁর হাত থেকেই উঠে এসেছে। রাজ্যের মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি যেভাবে বাংলার পেশাদারী নাটককে (professional theatre) এগিয়ে নিয়ে চলার স্বপ্ন দেখেন মন্ত্রী, পরিচালক, নাটককার ব্রাত্য বসু (Bratya Basu) সেখানে একদিকে নতুন প্রতিভাদের প্রতি আরও বেশি করে আত্মোৎস্বর্গের দাবি যেমন রয়েছে, তেমনই তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত সমাজের প্রতি দাবিও রয়েছে। ঠিক এভাবেই দৃঢ় পদক্ষেপে বাংলা নাটককে উদার হস্তে আরও দিয়ে যাওয়ার বার্তা ব্রাত্য বসুর।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে ‘পরিচালকের মুখোমুখি’ অনুষ্ঠানে অকপট ব্রাত্য বসু। বাংলা একাদেমি-তে আয়োজিত এই সাক্ষাৎকার গ্রহণ করেন প্রখ্যাত নাট্যসমালোচক অলকপ্রসাদ চট্টোপাধ্যায় (Alok Prasad Chattopadhyay)। সেখানেই উঠে আসে ব্রাত্যর হাত থেকে বেরিয়ে আসা ‘অশালীন’, ‘ইউঙ্কল টুইঙ্কল’, ‘কৃষ্ণগহ্বর’, ‘ব্রাত্যজনের রুদ্ধ সংগীত’-এর মত অসামান্য নাটকের প্রসঙ্গ। আর এইসব নাটকের প্রসঙ্গ আসলেই ব্রাত বসুর যে সহযোদ্ধাকে পাশে রাখেন, সেই দেবশঙ্কর হালদারও (Debshankar Halder) এদিন একই মঞ্চে তাঁর পাশে শ্রোতার ভূমিকায় উপস্থিত ছিলেন।

নাটক নিয়ে আলোচনা করতে গিয়ে স্মৃতির স্মরণীতে পাড়ি দেন ব্রাত্য বসু। ১৯৯১ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের দিন আচমকা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে অভিনয়ের কথা মনে করিয়ে দেন। অ্যাকাডেমির মক্কায় তার আগে তিনি ছিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লেয়ার। ভোটের দিন শো থাকায় প্রধান চরিত্রাভিনেতার বদলি অভিনেতা হিসাবে তিনি প্রথম মঞ্চে ওঠার সুযোগ পেয়েছিলেন। তবে সেই শুরু। মঞ্চ তাঁকে যে আর ফিরিয়ে দেয়নি তা তাঁর বর্তমান স্বীকৃতিই প্রমাণ করে।

উত্তরণ, খ্যাতি বা প্রাপ্তি কখনোই তাঁকে বাংলা নাটকের শিকড় থেকে যে আলাদা করতে পারেনি তাও স্পষ্ট হয় তাঁর কথায়। বিশ্ববিখ্যাত নাটকের সঙ্গে তুলনা করে বাংলা ভাষায় নাটক পড়ার আনন্দ পাওয়ার কথা তিনি তুলে ধরেন। সেই সঙ্গে খানিকটা ক্ষোভ তাঁর গলায়। বাংলা থেকে শুরু করে গোটা বিশ্বে নাটকের প্রতি অনাদর নিয়ে তিনি প্রশ্ন তোলেন। কবি থেকে সাহিত্যিকরা বারবার নোবেল পান। সেই তালিকায় নাট্যকারের সংখ্যা এত কম কেন, প্রশ্ন ব্রাত্য বসুর।

আরও পড়ুন : স্মৃতিমেদুর ব্রাত্য-সুবোধ: বাংলা আকাদেমিতে প্রকাশিত নাট্যকার ও কবির তিন বই

বিশ্বে নাটকের প্রতি যে শ্রদ্ধা, বিশেষত পাশ্চাত্যে যে সম্মান রয়েছে, বাংলায়, এমন কি গোটা ভারতে তা অনেকাংশে কম। এমনটাই মত ব্রাত্য বসুর। এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, এই বাংলায় এখন আর্টের সমঝদার কম। সাংসারিক খরচের হিসাবের, সংস্থানের পরে বই কেনা বা নাটক (theatre) দেখার গুরুত্ব মানুষের জীবনে স্থান পায়। আর ঠিক এভাবেই গোটা ভারতবর্ষে এই শিল্প ফেল করছে, বলে অভিযোগ করেন তিনি। তবে এক্ষেত্রে খানিকটা দায় তিনি বাংলার চলচ্চিত্র পরিচালকদের উপরও চাপান। ক্ষোভের সঙ্গে তিনি জানান, নায়ক বা নায়িকার ক্ষেত্রে নাটকের লোকেদের কথা এখনও ভাবছে না টলিউডের পরিচালকরা।

spot_img

Related articles

বিচার পেতে উত্তর থেকে কলকাতা আর নয়: শনিতে মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন সার্কিট বেঞ্চের

ভারতীয় রেলের পরিষেবা যে আর সাধারণ মানুষের নাগালের মধ্যে বিজেপি জমানায় থাকবে না, তার অন্যতম উদাহরণ বন্দে ভারত...

রাজ্যের সিলিকন ভ্যালিতে জমি গ্রহণ ৪১ সংস্থার: ASSOCHAM-এ দাবি সচিব শুভাঞ্জনের

শিল্পের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে বাংলাকে শিল্পদ্যোগীদের গন্তব্যে পরিণত করার দিকে প্রতিদিন নতুন নতুন ধাপ ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

মোদির সফরের আগেই মালদহে SIR-মৃত্যু: শুনানি আতঙ্কে মৃত আরও ২

চলতি এসআইআর প্রক্রিয়া রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে অনেক বেশি আদিবাসী বা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অনিশ্চয়তার মুখে ঠেলে...

বেলডাঙায় আক্রান্ত সাংবাদিক সোমা: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে পাশে থাকার নির্দেশ অভিষেকের, নিন্দা-বিবৃতি প্রেস ক্লাবের

বেলডাঙায় (Beldanga) খবর সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার জি২৪ ঘণ্টা-র (Zee 24 Ghanta) সাংবাদিক সোমা মাইতি (Soma Maity)।...