ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের মৃত্যুর ঘটনায় দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির পর রবিবার সকাল থেকে শান্ত মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga, Murshidabad)। এলাকায় এলাকায় চলছে পুলিশই টহলদারী। এদের নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। তবে বিক্ষোভকারীরা স্টেশনের সিগন্যাল পোস্ট উপড়ে ফেলায় এখনো শিয়ালদহ-লালগোলা শাখায় (Sealdah-Lalgola division) ট্রেন চলাচল শুরু করা যায়নি বলে জানিয়েছে রেল। ১২ নম্বর জাতীয় সড়কে (NH 12) স্বাভাবিক যান চলাচল করছে।

মুর্শিদাবাদের শ্রমিক আলাউদ্দিন শেখকে ঝাড়খণ্ডে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে বেলডাঙা জুড়ে বিক্ষোভ শুরু হয় গত শুক্রবার। বিহারে আরেক পরিচয় শ্রমিক আক্রান্ত হওয়ার খবর মিলতে শনিবার পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছয়। জায়গায় জায়গায় ভাঙচুর অশান্তির ছবি ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। বেলডাঙায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। রবিবার সকাল থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা রাস্তায় নেমে টহল দিচ্ছেন। বাজারহাট-দোকানপাট খুলেছে, জনজীবন স্বাভাবিক রয়েছে।

পূর্ব রেলের (Eastern railway) তরফে জানানো হয়েছে যেভাবে একাধিক রেলগেট ও ক্লক রুম ভাঙ্গা হয়েছে, সিগন্যাল পোস্ট উপড়ে ফেলা হয়েছে তাতে কোনমতেই এই মুহূর্তে এই রুটে ট্রেন চালানো যাবে না। যদিও কৃষ্ণনগর স্টেশন (Krishnanagar Station) পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে। কৃষ্ণনগর থেকে পলাশী পর্যন্ত ট্রেন চালানো যায় কিনা তা নিয়ে আজ আলোচনায় বসবেন রেলকর্তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেশনে বাড়তি আরপিএফ মোতায়ন করা হয়েছে। ট্রেনের বিকল্প হিসেবে অনেকে বাস বেছে নেওয়ায় সড়ক পথে ভিড় বাড়ছে।
–

–

–

–

–

–

–


