Monday, January 19, 2026

কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়! ১৫ দিনেই ২০ লক্ষ বাংলার বাড়ির টাকা: অভিষেক

Date:

Share post:

দিল্লির বঞ্চনা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়, এবার নিজস্ব শক্তিতেই বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেবে রাজ্য সরকার। রবিবার নদিয়ার চাপড়ায় এক বর্ণাঢ্য রোড শো শেষে এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীনগর মোড়ে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ঘোষণা করেন, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ২০ লক্ষ মানুষের মাথার ওপর ছাদের ব্যবস্থা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আবাসের টাকা সরাসরি পৌঁছে যাবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে ৮-০ জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অভিষেক। নরেন্দ্র মোদীর দেওয়া পরিবর্তনের ডাককে পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, এবার বাংলা নয়, খোদ বিজেপিকেই পরিবর্তনের সময় এসেছে। বাংলায় বিজেপিকে ৫০ আসনের নিচে নামিয়ে এনে দিল্লির বহিরাগত নেতাদের ঔদ্ধত্য চূর্ণ করার ডাক দেন তিনি। একইসঙ্গে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে হেনস্তা করার অভিযোগ তুলে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ।

এদিন চাপড়ার সভায় অভিষেক বলেন, বিজেপি বাংলার মানুষের রাস্তার টাকা বন্ধ করে কষ্ট দিতে চেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মাটি থেকেই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ের সূচনা করেছেন। ৮ হাজার কোটি টাকা ব্যয়ে রাজ্যজুড়ে আরও ২০ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে। ২০১৪ সালে ব্রিগেডের সভায় মোদীর দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে অভিষেক কটাক্ষের সুরে বলেন, বাংলার মানুষকে লাড্ডু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আদতে রসগোল্লা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই বাংলার মানুষই এবার দিল্লির গদি টলিয়ে দিয়ে এর যোগ্য জবাব দেবে।

আরও পড়ুন- ফের মিথ্যাচার! ‘প্রচারমন্ত্রী’ মোদির মুখে কোন উন্নয়নের বুলি? কড়া জবাব তৃণমূলের

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...

নন্দীগ্রামে ‘অভিষেক ম্যাজিক’! সমবায় নির্বাচনে পর্যুদস্ত বিজেপি

শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত নন্দীগ্রামে ফের একবার ঘাসফুল শিবিরের দাপট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের রেশ কাটতে না কাটতেই...

ফের মিথ্যাচার! ‘প্রচারমন্ত্রী’ মোদির মুখে কোন উন্নয়নের বুলি? কড়া জবাব তৃণমূলের

ফের মিথ্যাচার। এবার সিঙ্গুরে দাঁড়িয়ে। ‘প্রচারমন্ত্রী’ নরেন্দ্র মোদির মুখে ‘উন্নয়নে’র বুলি। কোন উন্নয়নের বুলি আওড়াচ্ছেন তিনি? দিল্লিতে বিষাক্ত...