Monday, January 19, 2026

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে এসেই তিনি বিরাট ঘোষণা করবেন। মোদির মুখে সিঙ্গুরের (Singur) মানুষ এমন কথা শুনতে পাবেন যাতে তাঁদের জীবন নাকি বদলে যাবে। কিন্তু রবিবার আদতে এসব কিছুই হল না। কৃষকদের অনুমতি ছাড়া নেওয়া জমিতে বিজেপির সভা থেকে সিঙ্গুরের প্রাপ্তি শূন্য। কার্যত মোদি (Narendra Modi) সিঙ্গুরে যা করলেন তাতে বঙ্গ বিজেপির (Bengal BJP) গালেই সবটে থাপ্পড় কষানো হল। কিন্তু কেন এভাবে সিঙ্গুরের মানুষের পাশাপাশি বঙ্গ বিজেপিকেও হতাশ করলেন মোদি?

বাস্তবের সিঙ্গুরে এসে মোদির নতুন কোনও ঘোষণা করার ছিলই না। কারণ এখানে এসে বাংলার সরকারের বিরুদ্ধে কিছুই বলার ছিল না নরেন্দ্র মোদির। ২০০৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যে আন্দোলন (Singur agitation) করেছিলেন সেটা শিল্পের বিরুদ্ধে ছিল না। বিজেপির একটা অংশ, সিপিআইএম, কংগ্রেসের একটা অংশ খুব লাফালাফি করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী বলতে পারলেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল কৃষিজমির রক্ষার অধিকার। কৃষক, কৃষিজীবী, খেতমজুরের বাঁচার লড়াইয়ের আন্দোলন ছিল। শিল্প একশোবার হবে। শিল্পের জন্য জমিতে হবে। সেটাই ছিল তাঁর বক্তব্য।

বর্তমান বঙ্গ বিজেপির নেতারা মোদিকে নিয়ে এসে সিঙ্গুরের সভা করার আগে মাঠ ভরাতে অনেক গালভরা কথা বলেছিলেন। কিন্তু আদতে মোদি জানেন ২০০৬ সালের আন্দোলনের বাস্তবতাটা কী ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন তার বিরোধিতা যে মোদির পক্ষে করা সম্ভব নয় এখন, সেটা তিনি জানতেন। সেই সময়ে স্থানীয় সিপিআইএম ও কংগ্রেস নেতারাও সেই আন্দোলনের যৌক্তিকতা বুঝে যোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত বিজেপির রাজনাথ সিংও (Rajnath Singh) আন্দোলনে যোগ দেন। ফলে ২০২৬-এ দাঁড়িয়ে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করা মোদির পক্ষের সম্ভব ছিল না।

আরও পড়ুন : শাহর মূর্তি ভাঙায় মোদির প্রায়শ্চিত্ত? বিদ্যাসাগরের ছবি উপহারে ‘উপরসা’ কটাক্ষ তৃণমূলের

সিঙ্গুরে একমাত্র অন্য শিল্পের কথা বলে মোদি নতুন বার্তা দিতে পারতেন। কিন্তু সেখানেও প্রশ্ন উঠত, কোন শিল্পের কথা বলতে চান মোদি? টাটার ন্যানো (Tata Nano) কারখানা সিঙ্গুর থেকে তুলে নিয়ে গিয়ে গুজরাটের সানন্দে (Sanand) প্রতিষ্ঠা করায় অভিযুক্ত নরেন্দ্র মোদি। অথচ প্রায় কুড়ি বছরেও সেই সানন্দের ন্যানো কারখানা থেকে গুজরাটের মানুষ কতটা উপকৃত হয়েছেন। বা টাটার ন্যানো কারখানা গুজরাটের মানুষকে কতটা সমৃদ্ধ করেছে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে। ফলে সিঙ্গুরে দাঁড়িয়ে নতুন কোনও প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি দিলে তা নিয়েও একইভাবে প্রশ্ন উঠত। তাই নীরবতাই বেছে নিয়েছেন মোদি।

spot_img

Related articles

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

নন্দীগ্রামে ‘অভিষেক ম্যাজিক’! সমবায় নির্বাচনে পর্যুদস্ত বিজেপি

শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত নন্দীগ্রামে ফের একবার ঘাসফুল শিবিরের দাপট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের রেশ কাটতে না কাটতেই...

কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়! ১৫ দিনেই ২০ লক্ষ বাংলার বাড়ির টাকা: অভিষেক

দিল্লির বঞ্চনা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়, এবার নিজস্ব শক্তিতেই বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেবে রাজ্য...

ফের মিথ্যাচার! ‘প্রচারমন্ত্রী’ মোদির মুখে কোন উন্নয়নের বুলি? কড়া জবাব তৃণমূলের

ফের মিথ্যাচার। এবার সিঙ্গুরে দাঁড়িয়ে। ‘প্রচারমন্ত্রী’ নরেন্দ্র মোদির মুখে ‘উন্নয়নে’র বুলি। কোন উন্নয়নের বুলি আওড়াচ্ছেন তিনি? দিল্লিতে বিষাক্ত...