Monday, January 19, 2026

নন্দীগ্রামে ‘অভিষেক ম্যাজিক’! সমবায় নির্বাচনে পর্যুদস্ত বিজেপি

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত নন্দীগ্রামে ফের একবার ঘাসফুল শিবিরের দাপট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের রেশ কাটতে না কাটতেই এবার সমবায় নির্বাচনে বিরোধী পক্ষকে ধুয়ে মুছে সাফ করে দিল শাসকদল। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসনেও খাতা খুলতে পারেনি বিজেপি বা সিপিএম। বিরোধী দলনেতার গড়ে পদ্ম শিবিরের এই শোচনীয় পরাজয় রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

এদিন সকাল থেকেই আমদাবাদ সমবায় নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছিল এলাকায়। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর বিকেলে ফল প্রকাশ হতেই দেখা যায়, ১২টি আসনেই ফুটেছে ঘাসফুল। জানা গিয়েছে, মোট ৯০০ ভোটারের মধ্যে প্রায় ৮৯ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। যার মধ্যে একটি মহিলা সংরক্ষিত এবং দু’টি তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনও ছিল। ফল ঘোষণার পর সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা।

এই জয়কে বিধানসভা নির্বাচনের মহড়া হিসেবে দেখছেন শাসকদলের স্থানীয় নেতৃত্ব। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অরুণাভ ভূঁইয়া বলেন, সমবায় ভোটের ফলাফলই প্রমাণ করছে যে আগামী দিনে নন্দীগ্রামের মাটি থেকে বিজেপি পুরোপুরি সাফ হয়ে যাবে। মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার ওপর আস্থা রেখেছেন এবং আগামী বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে তৃণমূলই শেষ হাসি হাসবে।

আরও পড়ুন- কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়! ১৫ দিনেই ২০ লক্ষ বাংলার বাড়ির টাকা: অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...

কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়! ১৫ দিনেই ২০ লক্ষ বাংলার বাড়ির টাকা: অভিষেক

দিল্লির বঞ্চনা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে বসে থাকা নয়, এবার নিজস্ব শক্তিতেই বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেবে রাজ্য...

ফের মিথ্যাচার! ‘প্রচারমন্ত্রী’ মোদির মুখে কোন উন্নয়নের বুলি? কড়া জবাব তৃণমূলের

ফের মিথ্যাচার। এবার সিঙ্গুরে দাঁড়িয়ে। ‘প্রচারমন্ত্রী’ নরেন্দ্র মোদির মুখে ‘উন্নয়নে’র বুলি। কোন উন্নয়নের বুলি আওড়াচ্ছেন তিনি? দিল্লিতে বিষাক্ত...