ঝাড়খণ্ডে হিংসার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুজাপুরের বাসিন্দা আলাউদ্দিন শেখকে বাংলা বিদ্বেষীদের হাতে খুন হতে হয় (Migrant Worker Death)। যার জেরে গত দুদিন ধরেই উত্তপ্ত বেলডাঙা। রবিবার মৃত আলাউদ্দিনের বাড়িতে গেলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার বেলডাঙার সুজাপুরের তাতলাপাড়ায় গিয়ে ঝাড়খণ্ডে মৃত আলাউদ্দিনের বাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে জানান, ” যা হয়েছে তা খুবই দুঃখজনক। এটা হওয়া একেবারেই উচিত ছিল না। আমি নিজে বারবার এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখেছি। সবাই দেশের নাগরিক। রুটিরুজির জন্য হয়তো তাঁদের রাজ্যের বাইরে যেতে হয়। কিন্তু তাঁদের উপর এই ধরনের অত্যাচার চলতে পারে না। এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর এখানে ভুল বোঝানো, উসকানি চলেছে সমানে। যার ফলে পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছিলো। তবে এখন অনেকটা শান্ত হয়েছে। আমি বরাবর এখানের মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখি। আমরা সবসময় তৃণমূল স্তরে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিবারের দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবারের একজনকে সরকারি চাকরি, বাচ্চাদের শিক্ষা এবং অন্যান্য যা সাহায্য লাগে, আমরা সবই করব।” আরও পড়ুন: SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

তবে এই উত্তপ্ত পরিস্থিতির সময় দেখা না পাওয়ায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় সাংসদকে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ জানান, আমি এখানেই ছিলাম। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়করা মাঠে নেমে সর্বদাই কাজ করছেন।
–

–

–

–

–

–

–


