টি২০ বিশ্বকাপের আগে জটিলতা অব্যাহত রাখছে বাংলাদেশ (Bangladesh)। ভাঙছে তবু মোচকাবো না যেন নীতি নিয়েছে পদ্মাপারের দেশ। আইসিসি বর্তমানে ২১ জানুয়ারী পর্যন্ত বিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে, কিন্তু যদি বাংলাদেশ টুর্নামেন্টে অংশগ্রহণ না করে, তাহলে স্কটল্যান্ড খেলবে। আগামীকালই শেষ হচ্ছে সময়সীমা। বাংলাদেশের(Bangladesh) উপর আইসিসির চাপ সৃষ্টির অভিযোগ তুললেন সেদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশ টি২০ বিশ্বকাপ( ICC T20 World Cup) খেলতে রাজি না হলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে। এই নিয়ে , ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন‘‘আনুষ্ঠানিক ভাবে এমন কিছু আমাদের জানা নেই। অযোক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না। আইসিসি যদি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের উপর চাপ তৈরি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা তা মানব না।’’ তবে ডেডলাইনের কথা স্বীকার করে নিল বাংলাদেশ।

এদিকে চাপের কৌশল নিয়েছিল পাকিস্তানও। তারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল গোটা বিষয়টিতে। ঘোলা জলে মাছ ধরতে নামে পাকিস্তান । প্রাথমিকভাবে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি বাংলাদেশের সমস্যার মিমাংসা না হয় তবে পাকিস্তানও তাদের অংশগ্রহণের ব্যাপারটা পুনর্বিবেচনা করতে পারে।

তবে শেষ পর্যন্ত সূত্রের খবর, বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না পাকিস্তান। জানা গিয়েছিল পাকিস্তানের থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছিল বাংলাদেশ। যদিও এই ইস্যুতে আর বাংলাদেশের পক্ষ থেকে সরছে পাকিস্তানও। সব মিলিয়ে চাপের মধ্যেই অবস্থানে অনড় আছে বাংলাদেশ।

–

–

–

–

–



